কাউছার ও জিয়াদ নামের হারিয়ে যাওয়া দুই ভাইয়ের পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। তারা বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তাদের মধ্যে কাউসারের বয়স ৫ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। অপরজন জিয়াদ। যার বয়স ৩ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৩ ফুট।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ১ জুন, ২০২০ বিকাল ৪ টায় কামরাঙ্গীরচর থানার বেরীবাদ ময়দার মিলের সামনে কান্নাকাটি করা অবস্থায় তাদের পায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বাবার নাম রাশেদ ও মায়ের নাম তানজিলা বলে জানায়। কিন্তু তারা কোন ঠিকানা বলতে পারে নি। তারা বাড়ির ঠিকানা বলতে না পারায় কামরাঙ্গীরচর থানা পুলিশ ভিকটিমদের নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে। এ সংক্রান্তে ১ জুন, ২০২০ কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নাম্বার-২৯।
উক্ত শিশুদের কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।