দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০টি বিশেষায়িত হাসপাতালে সুরক্ষা পোশাক-পিপিই ও মাস্কসহ ১৫ কোটি টাকার সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করেছে বেক্সিমকো ফার্মা।
শনিবার রাজধানীর লেকশোর হোটেলে কোভিড-নাইনটিনে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
বেক্সিমকো ফার্মার বিতরণ করা এসব পিপিইর মধ্যে রয়েছে উচ্চমানের আমদানিকৃত সুরক্ষা গাউন, মাস্ক, গ্লাভস, সুরক্ষা চশমা। দুই ধাপে হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
প্রথম ধাপে দুটি পরীক্ষা কেন্দ্র আইইডিসিআর এবং আইসিডিডিআরবিসহ কোভিড-নাইনটিনের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল ও কমলাপুরের রেলওয়ে হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতালে এসব সরঞ্জাম দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫০টি হাসপাতালে দেয়া হবে পিপিই।