১৬ই জুন সূর্য ও ১৮ই জুন মঙ্গলের রাশি পরিবর্তন ও ২১শে জুন ২০২০ এর প্রথম সূর্যগ্রহণ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

আমরা সবাই জানি গত ২৭শে ডিসেম্বর ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ ছিলো আর এর প্রভাবে শুরু হয়েছিলো সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাস। আর এ বছরের প্রথম সূর্য গ্রহণ হচ্ছে ২১শে জুন ২০২০। আলোচনা করবো এই সূর্যগ্রহণ এর প্রভাবে কী কী হতে চলেছে।

জ্যোতিষ রত্ন মাকসুদা আক্তার এই সমন্ধে বলেন গতরাতে সূর্যের রাশি পরিবর্তনের সাথে সাথে শুরু হয়ে গেল দুটো যোগ এর পূর্ণ প্রভাব, সূর্য- রাহু গ্রহণযোগ এবং সূর্য- বুধের বুধাদিত্য যোগ। সূর্য যখন প্রবেশ করেছে মিথুন রাশিতে এবং সূর্য রাহুর যোগ শুরু হয়ে গেছে তখনই কিন্তু পৃথিবীর প্রবেশ ঘটেছে তার বিপরীত দিশায় কেতুর সঙ্গে অর্থাৎ পৃথিবীর প্রবেশ ঘটলো মহা কালসর্পযোগে। আজকে থেকে আগামী ১৬ ই জুলাই পর্যন্ত সূর্য এখানে অবস্থান করবে।

আর এই সময়টা পর্যন্ত মানুষের বেশ কিছু বিষয়ে জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে। তার মধ্যে আমাদের যে বর্তমান সমস্যা যার জন্য বিভিন্নভাবে আমরা পীরিত,জর্জরিত ও বিভিন্নভাবে ভুক্তভোগী সেই সমস্যার আরো বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মূল কারণ শুধু গ্রহণযোগ তা নয়, পৃথিবীর প্রবেশ কালসর্পযোগে এটা কিন্তু একটা বড় সমস্যা। তিনি আরো জানান,, আপনারা জানেন যে ২১শে জুন সূর্য গ্রহণ আর এই গ্রহণের মধ্যবর্তী সময়টা তার মানে এই সপ্তাহটা অনেক গুরুত্বপূর্ণ,শুধু তাই নয় এই সপ্তাহের সবথেকে বড় বিষয়টা হচ্ছে পৃথিবী এবং সূর্যের সম্পর্কটা আপনাদের অনেকের মধ্যেই অসংযমীভাব, অসচেতনতার একটা বহিঃপ্রকাশ আনবে এবং তার ফলশ্রুতিতে এই মহামারী প্রকোপ কিন্তু ভীষণ মাত্রায় বেড়ে যাবে।

আমার মতে, ব্যক্তিগত যে বিষয়টা নিজেরা অন্তত সাবধানে থাকবেন কেননা পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ আপনার হাতে নেই এটা মাথায় রাখা অত্যন্ত জরুরী। প্রত্যেকটা মানুষের জন্মকালীন সময়ের গ্রহের অবস্থান থেকে একটা জন্মছক থাকে। সেই জন্ম ছকে যদি সূর্য-রাহু অথবা সূর্য-কেতুর গ্রহণযোগ থাকে, তাহলে কিন্তু আপনার ইচ্ছা পূরণের কাজে কিছু বাধা আসবে, পরীক্ষা বা ইন্টারভিউয়ের ফলাফল খুব একটা ভালো আসবে না এবং যাদের মেন্টাল ডিপ্রেশনের সমস্যা আছে সেই ডিপ্রেশন বেশ কিছু বিষয়ে একধাপে বাড়তে পারে। সূর্য এবং রাহুর যেই সম্পর্কটা তৈরি হচ্ছে এটা কিন্তু রাগ, জেদ, ক্রোধ, হঠোকারী সিদ্ধান্ত কে বৃদ্ধি করবে কারণ ১৮ ই জুন সূর্য রাশি পরিবর্তন এবং মঙ্গল যখন পরবর্তী রাশিতে গমন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই ভয়ঙ্কর গ্রহণের উপর পড়বে তারমানে মিথুন রাশিতে।

বিশেষ করে যাদের অঙ্গার যোগ আছে রবি এবং মঙ্গলের সম্পর্ক আছে তাদের বিশেষ করে আগুন এবং ইলেকট্রিক্যাল সমস্যা হয়ে থাকে, বুধাদিত্য যোগ যাদের রবি এবং বুধ একসাথে বা সম্পর্ক আছে তাদের এমনিতেই ইলেকট্রিক্যাল এবং আগুনের সম্ভাবনা থাকে। এবং আপনারা এক মাস অপেক্ষা করবেন এবং দেখবেন যে আগামী একমাস কি পর্যায় দাঁড়ায় বেশ কিছু জায়গায় ইলেক্ট্রিক্যাল ও আগুন লাগা এ ধরনের ঘটনা ঘটবে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে। মঙ্গলের দৃষ্টিএবং সূর্যের কারণে যারা হার্টের প্রবলেম এ রোগে ভুগছেন এবং হার্টের কোন সমস্যা আছে অথবা যাদের এই ধরনের হার্টের প্রবলেম যোগ আছে তাদের হঠাৎ করে হার্টের ব্যথা দেখা দিতে পারে, তারা এই সময় একটু সাবধানে থাকবেন, অতিমাত্রায় উত্তেজনা থেকে বিরত থাকবেন। আর যারা উচ্চ রক্তচাপ আছে তারাও একটু সাবধানে থাকবেন কারণ এই সময় তাদেরও একটু সমস্যা দেখা দিতে পারে।

এই সপ্তাহ শুরু থেকে সূর্যগ্রহণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যখন সূর্যগ্রহন হওয়ার দিকে যাচ্ছে তখন গ্রহণের প্রভাব বৃদ্ধির দিকে যাবে, যেমন করোনা মহামারী প্রকোপ বাড়বে, জলোচ্ছ্বাস,ভূমিকম্প এগুলো বৃদ্ধির দিকে যেতে পারে। আবার যখন সূর্য গ্রহন হয়ে যাবে তখন থেকে এই প্রকোপ গুলো নিম্নগামী হবে। কিন্তু নিম্নগামী একেবারে শেষ হতে সময় লাগবে ১৬ ই জুলাই ২০২০ পর্যন্ত। এরপর কিছুটা কন্ট্রোলে চলে আসবে ধীরে ধীরে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য।এখানে আরেকটা যোগ আছে বুধাদিত্য যোগ, বুধ এবং আদিত্য সূর্য এই দুই গ্রহের সম্পর্কে বুধাদিত্য যোগ হয়। যাদের জন্ম ছকে এই বুধাদিত্য যোগ আছে তাদের এই সময় উপস্থিত বুদ্ধি খুব ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে খুব উন্নতির দিকে হবে এবং হঠাৎ কোন সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এই বুধাদিত্য যোগ আপনার ব্যবসা-বাণিজ্য এবং আপনার প্রতিষ্ঠা উন্নতির দিকে সাহায্য করবে এই সময়। আর যাদের ছকে বুধাদিত্য যোগ এবং গ্রহণযোগ্য দুটোই থাকে তাদের অবশ্যই নেগেটিভ যেটা আছে সেটাই দ্রুত হবে।

আর এই নেগেটিভ যোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। আর একটা বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে বুধ আমাদের বাগ-যন্ত্র,আর এই বুধের সাথে রাহু-রবি এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে অনেকের সাথে ঝগড়াঝাটি বা তর্ক-বিতর্ক বাড়বে, বাজে কথা বলার প্রবণতাও বাড়তে পারে, এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। সরকারি কার্যক্রমের ক্ষেত্রে, ব্যাংকিং কাজে অথবা প্রশাসনিক কোন কার্যক্ষেত্রে যেকোনো ঝামেলায় পড়তে পারেন তাই এই সময় এদের সাথে কোন বিবাদে যাওয়া যাবে না।

এইসব বিষয় গুলো এইসময় গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অসংযমী হাব-ভাবকে যেটা রাস্তাঘাটে আপনারা সময়ের সাথে সাথে দেখতে পাবেন, মাস্ক নেই, হ্যান্ডগ্লাভস নেই, সেনেটাইজার এর কোন বালাই নেই এবং সামাজিক দূরত্ব নেই। এই হচ্ছে গ্রহণযোগ এর খানিকটা বহিঃপ্রকাশ যেটা বেড়ে গেল মানুষের মৃত্যুর হার এগুলো অবশ্যই দেখতে পাবেন। সুতরাং এই গ্রহণযোগটা নিয়ে আমাদের যখন চলতে হবে তাহলে আমরা একটু সাবধানে থাকি । সচেনতার সাথে থাকি। নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং অন্যকে ভালো থাকার জন্য সহযোগিতা করি।।

Sponsored
Leave a Comment
শেয়ার
সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored