সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদী সদর হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপক অনি’য়ম দু’র্নীতি অ’ব্যবস্থাপনার অ’ভিযোগ

ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের উৎ’পাতে অ’সুস্থ সেবা প্রার্থীরা চ’রম নাজে’হালে অতিষ্ঠ।

ভু’ক্তভোগী আমজনতা সূত্রের তথ্যে প্রকাশ, কর্মরত ডাক্তাররা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা স্থানীয় ক্লিনিক ব্যাবসার দিকে ঝুঁ’কে পড়ায় ঈশ্বরদী সদর হাসপাতালের ডাক্তারদের সময় মতো ডিউটিতে না আশা কর্মক্ষেত্রে আসলেও হটাৎ করে চেম্বার থেকে উ’ধাও হয়ে যাওয়া, ফিকেট ব্যাবসা, ব’হিঃবিভাগের রো’গীদের নিজ’স্ব ক্লিনিক মুখী করন কম ঝুঁ’কিপূর্ণ যে কাজ জরু’রি বিভাগ / বহিঃবিভাগে সম্ভব সে সমস্ত রো’গীকে স্থানীয় ক্লিনিক অথবা অন্য জেলা ও বিভাগীয় শহরে প্রেরণ করার অভি’যোগ রয়েছে তাদের বিরু’দ্ধে।

রু’দ্ধদ্বার চেম্বারে দীর্ঘ সময় ধরে ডাক্তার এবং ওষু’ধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মাঝে কমি’শনের দর ক’ষাক’ষী – ভাগ বাটোয়ারার মিটিং বর্তমানে রো’গীদের চর’ম ভো’গান্তির কারণে পরিণত হয়েছে।

হাসপাতালের বহিঃবিভাগ বর্তমানে পুরোপুরি ও’ষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের দখ’লে, কর্মরত ডাক্তারের পি’ছনে দাঁ’ড়িয়ে থাকা –
চেম্বার থেকে অসুস্থ সেবা প্রার্থীরা প্রেসক্রিপশন নিয়ে বের হওয়া মাত্র বাইরে অপেক্ষমান রিপ্রেজেন্টেটিভরা প্রেসক্রিপশন কে’ড়ে নিয়ে ছবি তুলতে হু’ড়োহুড়ি করা।

তারপর, নিজস্ব কোম্পানির ওষুধ লেখানোর জন্য ডাক্তারকে ম্যানেজ করতে চেম্বার ঢুকে পড়া। এদের কারনেই মুলতঃ অ’সুস্থ সেবা প্রার্থীরা লাইনে দীর্ঘ সময় অপেক্ষার ভো’গান্তি পোহা’চ্ছেন।

হাসপাতালে প্রতিনিয়ত অ’সুস্থ সেবা প্রার্থীদের ভোগা’ন্তি, চ’রম নাজে’হাল হওয়া, অনি’য়ম, দু’র্নীতি, সর’কারি ওষুধ চু’রি, সবই হচ্ছে কর্তৃপক্ষের না’কের ড’গায়, জ্ঞা’ত সা’রেই।


এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এস ডাঃ আসমা খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে “তিনি বলেন হাসপাতালে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের দৌরা’ত্ম্যের কথা তিনিও শুনেছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে জ’রুরী বিভাগে রিপ্রেজেন্টেটিভ এর প্রবেশ নি’ষিদ্ধ করা হয়েছে।


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলাম শামীম বলেন “আমরা আমাদের ডিউটি আওয়ারটুকু হ’সপিটালে রো’গীদের সেবা দিয়ে থাকি আর তাছাড়া আমাদের অনেক প্রশা’সনিক কাজ থাকে যা করতে গিয়ে অনেক সময় রো’গী দেখতে বি’লম্ব হয়। হাসপাতালে আমার ডিউটি শেষে আমি কি করবো তা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা ইচ্ছাকৃতভাবে কোন রো’গীকে হ’য়রানি করিনা। “

এছাড়াও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিগত পাঁচ বছর যাবৎ এক্সরে মেশিন ন’ষ্ট হয়ে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার আসমা খান বলেন “বিষয়টি আমি উপর ম’হল কে লিখিতভাবে জানিয়েছি। “এছাড়া সরোজমিন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে দেখা যায় হা’সপাতালের আউটডোর রো’গীতে পরি’পূর্ণ কিন্তু ডাক্তারের স্ব’ল্পতা রয়েছে। রো’গীদের যে খাবার দেওয়া হয় তা খুব নিম্নমা’নের বেশিরভাগ ঔ’ষধ এই রো’গীদের বা’হির থেকে কিনে আনতে হয়।

হাসপাতালের ওয়ার্ড গুলি অপ’রিষ্কার অপরি’চ্ছন্ন। বেডে বেড কভার নেই। কেবিনের জানালাগুলো ভা’ঙ্গা। টয়লেট ব্যবহারের অনু’পযোগী। চারিদিক মশায় পরিপূর্ণ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...