বোরহান মেহেদীঃ শুক্রবার ৭ই ফেব্রুয়ারী ২০২০ইং, নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর শেখেরচরে বা’ল্য বিয়ে থেকে র’ক্ষা পেলো নবম শ্রেণীর ছাত্রী ওয়াফা আক্তার তৃণা [১৫]।
বৃহস্পতিবার [৬ই ফেব্রুয়ারী] রাত সাড়ে ৯টায় গো’পন সংবাদের ভিত্তিতে সদর উ’পজেলার সহকারী কমি’শনার [ভূমি] ও ভ্রা’ম্যমাণ আ’দালতের নির্বাহী ম্যা’জিস্ট্রেট শাহ আলম বা’ল্য বিয়ে বন্ধ করে দেন । এসময় জামাল উদ্দিনের মেয়ে মাধবদী এস পি ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী ওয়াসা আক্তার তৃণার বিয়ের আয়োজন চলছিলো। ব’রপক্ষ আসার পূর্বেই ভ্রা’ম্যমাণ আ’দালত বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন ।
এসময় কনের মা জাহানারা বেগম প্রা’প্ত বয়স্ক না হওয়ার আগে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা ভু’ল হয়েছে স্বী’কার করেন এবং অ’ঙ্গিকার করেন প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে দিবো না এটা বলে জেল জ’রিমানা থেকে র’ক্ষা পায় ।
এসময় নির্বাহী ম্যা’জিস্ট্রেট শাহ আলম সাম্প্রতিক সংবাদকে জানান, এখানে একটি বা’ল্য বিয়ে হচ্ছে বলে আমাদের নিকট অভি’যোগ আসে , অ’ভিযোগের ভিত্তিতে আমরা এসে তাৎক্ষণিকভাবে এই বিয়ে বন্ধ করে দিয়েছি। অ’ঙ্গিকার নামাতে লিখিত দেওয়ার পরও যদি প্রা’প্তবয়স্ক না হবার পূর্বে বিয়ে দেয় তাহলে আই’নগতভাবে জে’ল- জরি’মানা করা হবে এবং এই বিষয়টি নিকটবর্তী থা’না এবং কনের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ও অবগত করা হয়েছে ।