সাম্প্রতিক শিরোনাম

ফেসবুকের যাথে অস্ট্রেলিয়ার সরকারের বিবাদ চরমে

অস্ট্রেলিয়ার সরকারি তথ্য মতে দেশটি থেকে ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিবছর অন্তত ৪শ’ কোটি মার্কিন ডলার আয় করছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।


অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুকের প্রধান হিসেবে কাজ করেন উইল ইস্টন। তিনি এক ব্লগ পোস্টে বলেন, ‘এভাবে কোনো ব্যবসায় চলতে পারে না। খবরগুলো পুরোপুরি ফেসবুক থেকে সরিয়ে দেয়া অথবা পাবলিশার যতগুলো কন্টেন্ট শেয়ার করবে তার বিপরীতে মাত্রা নির্ধারিত নয় এমন এক প্রক্রিয়ায় ফেসবুকের কাছ থেকে টাকা আদায় করবে। এর যে কোনো একটি নিশ্চিত করতে চাই।’

তাই ফেসবুক ও গুগলসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবত যে আয় করে তার থেকে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। প্রতিষ্ঠানগুলোর আয় আসে খবর এবং বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে। তাই ফেসবুকও দেশটির সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি ফেসবুকে সংবাদ শেয়ার করে তবে তাকে ব্লক করার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফেসবুকের এ মন্তব্যের পর অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার বলেছেন, ‘বড় কোনো টেক কোম্পানির এভাবে হুমকি দেয়াকে শুধু দৃষ্টতা বলাই যথেষ্ঠ নয়, এটা এর চেয়ে বেশি কিছু।’

এপ্রিলে যখন অস্ট্রেলিয় সরকার ঘোষণা করে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো থেকৈ বিজ্ঞাপন বা বিভিন্ন উৎসের খবর থেকে অর্জিত অর্থের উপর রাজস্ব আদায়ের নীতিমালা প্রণয়ন করা হবে। তখন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সংবাদ মাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট ফেসবুক, গুগলেরর মতো প্রতিষ্ঠানগুলোর কাছে বছরে ৪০ কোটি মার্কিন ডলার দাবি করে।
ফেসবুক বলছে এটি বাস্তবায় করতে চাইলে অস্ট্রেলিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে আর খবর নিজেদের প্লাটফর্মে প্রকাশ করতে দেবে না। অস্ট্রেলিয়া সরকারের পদক্ষেপের ফলে এ ছাড়া আর কোনো পথ তাদের খোলা নেই বলেও জানায় ফেসবুক।

সর্বশেষ

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের সংবাদ পশ্চিমা গণমাধ্যমেও প্রচার পায় জোরালোভাবে। বাংলাদেশ ও ভারতের...

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...
bn_BDবাংলা