সাম্প্রতিক শিরোনাম

রূপপুর পারমাণবিক কেন্দ্রের ট্রেনিং সেন্টারে বাংলাদেশী বিশেষজ্ঞদের প্রশিক্ষণ শুরু

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপদে পরিচালনার জন্য বাংলাদেশী বিশেষজ্ঞদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রূপপুর প্রকল্প সাইটে অবস্থিত ট্রেনিং সেন্টারে চলতি মাস থেকে দু’টি গ্রুপ প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে।

৫০টির অধিক গ্রুপকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনের মেয়াদ হবে আনুমানিক ৪ থেকে ১২ মাস পর্যন্ত। প্রশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের ওপর কোর্স অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি কোর্সের স্থায়িত্ব হবে ২-৬ সপ্তাহ। এতে থাকবে থিওরেটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং রূপপুর প্রকল্পে অন-জব ট্রেনিং।

জেনারেল কন্ট্রাক্ট অনুযায়ী রাশিয়া ১,১১৯ জন বাংলাদেশীকে কয়েকটি ধাপে প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়াও আরো ৩০৫ জন রিজার্ভ স্টাফ হিসেবে প্রশিক্ষণ পাবেন। রাশিয়ায় প্রশিক্ষণ লাভ করবেন ৮৫০ জন এবং বাকীরা রুশ প্রশিক্ষকদের তত্বাবধানে রূপপুর এনপিপি ট্রেনিং সেন্টারে। প্রশিক্ষণ পরিচালনা করবেন রাশিয়ার নভোভারোনেঝ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিশেষজ্ঞরা।

নভোভারোনেঝ এনপিপি বাংলাদেশের রূপপুর এনপিপির রেফারেন্স প্রকল্প হিসেবে বিবেচিত। সিম্যুলেটর ট্রেনিং এর জন্য রূপপুর প্রশিক্ষণ কেন্দ্রটিকে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সিম্যুলেটর সিস্টেম। রোসাটম টেকনিক্যাল একাডেমীর প্রশিক্ষকরা সিস্টেম ডিবাগিং কার্যক্রম পরিচালনা করেন। রোসাটম কর্পোরেশন প্রধান বলেছেন, রাশিয়া কখনো এই প্রকল্পকে অসহায় অবস্হায় পড়তে দিবেনা।

রূপপুর এনপিপি ট্রেনিং সেন্টারটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশী বিশেষজ্ঞ গোলাম শাহীনুর ইসলাম। তিনি ২০১৮-১৯ সেশনে রসাটম টেকনিক্যাল একাডেমীতে কৃতিত্বের সাথে প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেন।

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা