৩১ জুলাই শেষ হওয়া জুমের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ৩৫৫ শতাংশের মতো। এসময় আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৫ লাখ ডলার বা ৪৯ কোটি ৬৩ লাখ ইউরো। যদিও প্রান্তিকটিতে কোম্পানির আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ কোটি ৫ লাখ ডলার। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে জুমের গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৪৫৮ শতাংশ। আর মুনাফা বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ১৮ কোটি ৬০ লাখ ডলার।
নভেল করোনাভাইরাস সংক্রমণ স্থিতিশীল অবস্থায় থাকায় এখনো দূর যোগাযোগের মাধ্যম হিসেবে জুমের চাহিদা তুঙ্গে রয়েছে। এরই মধ্যে গত সোমবার কোম্পানির শেয়ার মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৩২৫ ডলার ১০ সেন্টে দিন শেষ করে। একই সঙ্গে বার্ষিক রাজস্ব আয় প্রাক্কলনের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি থেকে ২৩৯ কোটি ডলারের মধ্যে, যেখানে গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১৭৮ কোটি থেকে ১৮০ কোটি ডলারের মধ্যে ছিল।
আরও পড়ুন…
করোনা মহামারীর কারণে প্রযুক্তি পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঘরবন্দি থাকায় অফিশিয়াল কাজ ও ব্যক্তিগত যোগাযোগের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা দুটোই বেড়েছে। বিশেষ করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা দ্বিগুণ হয়েছে। খবর: বিবিসি।
তবে করোনার মধ্যে কেবল জুম অ্যাপ নয়, বরং অন্যান্য ভিডিও কনফারেন্সিংয়ের অ্যাপেরও আয় বেড়েছে। জুমের প্রতিদ্বন্দ্বী সিসকো ওয়েবেক্স এবং মাইক্রোসফট টিমেরও আয় ও মুনাফা বৃদ্ধি পেয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment