সনির প্লে-স্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে এক্সবক্স নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। চলতি বছরের নভেম্বরে গেইমিং ডিভাইস নিয়ে আসবে সনি ও মাইক্রোসফট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এক্সবক্সের প্রি-অর্ডার। ৭৫০ কোটি ডলারে কিনছে মাইক্রোসফট। গেইমারদের ফলআউট, ডুমের মতো গেইমগুলো উপহার দিয়ে আলোচনায় রয়েছে জেনিম্যাক্স মিডিয়া।
মাইক্রোসফট-জেনিম্যাক্স চুক্তি ২০২১ অর্থবছরের দিকে শেষ হবে। এর সাথে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জেনিম্যাক্সের পরামর্শদাতা হিসেবে কাজ করবে ।
জেনিম্যাক্স মিডিয়াকে কেনার মধ্য দিয়ে ২৩টি ‘ক্রিয়েটিভ স্টুডিও টিমের’ মালিক হবে মাইক্রোসফট। নিজেদের ‘এক্সবক্স গেইম পাস’ সেবার অধীনে বেথেসডার ভবিষ্যত গেইমগুলো আনার পরিকল্পনা করেছে মাইক্রোসফট।করোনাভাইরাস মহামারীর এ সময়ে গেইমিংয়ের দিকে ঝুঁকছে মানুষ। ফলে গেমিং শিল্পগুলো আরো জনপ্রিয় হয়ে উঠছে। মালিকানা হাতবদলটি মাইক্রোসফটকে নিজ গেইমিং এ আরও জনপ্রিয় হতে সাহায্য করবে।