অ্যাপলের ফাইভ-জি ‘আইফোন ১২’-এর দামের ভারসাম্য রাখতে কিছু যন্ত্রাংশ কমিয়ে ফেলার চেষ্টা করছে বলে জানা গেছে। বিশেষ করে ফোনটির ব্যাটারি বোর্ড পরিবর্তন করে যদি কম দামি হাইব্রিড বোর্ড ব্যবহার করা হয় তাহলে দাম কমানো সম্ভব হবে।
অ্যাপল বিশ্লেষক মিং শি কুয়ো বলেন, ফাইভ-জি এর কারণে আইফোন ১২-এর দাম প্রায় ৭৫ থেকে ৮৫ ডলার বেড়ে যাচ্ছে। এই বর্ধিত খরচের সঙ্গে দামের ভারসাম্য রাখতে অন্য কিছু যন্ত্রাংশ কমানো হচ্ছে।
ফোনটির কিছু যন্ত্রাংশ কমিয়ে ৪০ থেকে ৫০ শতাংশ দাম কমানো চেষ্টা করছে অ্যাপল কোম্পানি। এছাড়া আগামী ১২ অক্টোবর আইফোনের নতুন এই ভার্সনটি বাজারে নিয়ে আসা কথা রয়েছে। আইফোন ১২-এ ব্যাটারি বোর্ডের ক্ষেত্রে যদি এখন শক্ত এবং নরম একটি হাইব্রিড বোর্ড ব্যবহার করা হয় তাহলে আইফোন ১১-এর তুলনায় যন্ত্রাংশের ক্ষেত্রে অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ দাম কমে যেতে পারে।