হ্যাকাররা অত্যন্ত সংগঠিত। তারা সুশৃঙ্খলভাবে সাইবার হামলা চালাতে পারে। সাইবার হামলা চালিয়ে তারা আগেও কোটি কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। এদের সঙ্গে উত্তর কোরীয় সরকারের যোগসাজশ আছে। সাইবার হামলার মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাংক থেকে অর্থ চুরি হতে পারে এমন সতর্কতা জারি করেছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা।
উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যুক্ত এই হ্যাকাররা এটিএম বুথ ও ভুয়া লেনদেনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
এদিকে সতর্ক বার্তায় তারা জানিয়েছে, এই হ্যাকার গোষ্ঠীর নাম ‘বিগল বয়েজ’। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তারা আবার সক্রিয় হয়েছে।
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনেও এই গোষ্ঠী কাজ করেছে বলে ধারণা করা হয়েছে সতর্কবার্তায়।