ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, অন্যের মালিকানাধীন কোনো ভিডিও বা মিউজিক পোস্ট করলে সেটি আমরা ব্লক করে দিতে পারি। শুধু কনটেন্ট নয় অভিযুক্ত ব্যক্তির পেজ কিংবা অ্যাকাউন্টও ব্লক হতে পারে।
লাইভের ক্ষেত্রেও এমন নীতিমালা অনুসরণ করতে চায় ফেসবুক। এনএমইর প্রতিবেদনে বলা হয়েছে, এমনটি হলে কোনো ব্যান্ড অন্যের গান লাইভে হয়তো গাইতে পারবেন না! এমনি তথ্য প্রকাশ করেছে নিউ মিউজিক্যাল এক্সপ্রেস।
ভিডিও কনটেন্ট নীতিমালায় এই পরিবর্তন আনা হতে পারে অক্টোবরে। এ বিষয়ে ঘোষণা আগে আসলেও এতদিন পরিষ্কার ছিল না। এর আগে ফেসবুক ২০১৮ সালের দিকে মিউজিক গাইডলাইন প্রণয়ন করে। এরপর আর খুব বেশি কিছু পাল্টানো হয়নি। করোনাভাইরাসের সময় অনেক শিল্পী লাইভে প্রচুর ভিউ অর্জন করেছেন। সাধারণ মানুষও এই দিনগুলোতে বেশি বেশি ভিডিও কনটেন্ট ব্যবহার করেছেন।