সাম্প্রতিক শিরোনাম

নাসার ভয়েজার-১ স্পেস প্রোব


ষাট ও সত্তরের দশকে কোল্ড ওয়ার চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সভিয়েত ইউনিয়ন মহাকাশে নতুন নতুন মিশন, স্যাটালাইট এবং স্পেস প্রোব পাঠানোর এক দীর্ঘ মেয়াদী প্রতিযোগিতায় লিপ্ত হয়। ৪ই অক্টোবর ১৯৫৭ সালে সভিয়েত ইউনিয়ন মানব ইতিহাসে সর্বপ্রথম স্পুটনিক-১ স্যাটালাইট পৃথিবীর লো আর্থ অরবিটে পাঠানোর মাধম্যে মহাকাশ বিজয়ের এই প্রতিযোগতা শুরু করে। তবে বর্তমানে পৃথিবী থেকে মহকাশে সর্বোচ্চ দুরুত্বে অবস্থানকারী মানুষ্য নির্মিত কোন বস্তু বা স্যাটালাইট হচ্ছে ‘ভয়েজার-১’ স্পেস প্রোব। যেটি একটি ৭২২ কিলোগ্রাম (১,৫৯২ পাউণ্ড) ওজনের একটি অত্যন্ত শক্তিশালী স্পেস প্রোব। মুলত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির তৈরি ভয়েজার-১ স্পেস প্রোবকে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মহাকাশে প্রেরন করা হয় সৌরজগতের বাইরের পরিবেশ এবং মহাজাগতিক অবস্থা সম্পর্কে জানার জন্য।

তাছাড়া ভয়েজার-১ স্পেস প্রোবকে পৃথিবীর বাহিরের বাহিরের দূরবর্তী গ্রহ, হিলিওস্ফেয়ার, এবং নক্ষত্রমন্ডলের মধ্যবর্তী এলাকা পর্যবেক্ষণ ও গবেষণা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ভয়েজার-১ স্পেস প্রোবটিতে তিনটি রেডিওসোটোপ থার্মোইলেক্ট্রিক জেনারেটর (আরটিজি) ইন্সটল করা হয়েছে। প্রতিটি এমএইচডাব্লু-আরটিজিতে ২৪ টি চাপযুক্ত প্লুটোনিয়াম -২৩৮ অক্সাইড গোলক থাকে। আর এই রেডিও আইসোটপগুলো ৪২০ ওয়াট পর্যন্ত বিদ্যুত সিস্টেমটিকে সরবরাহ করার উপযোগী করে ডিজাইন করা হয়েছিল। ভয়েজার-১ স্যাটালাইট স্পেস প্রোব আসলে ৪২ বছর ৯ মাস ১৩ দিন যাবত একাধারে অসীম মহাকাশে ছুটে যাচ্ছে এবং এটি কার্যত ১৯শে জুন ২০২০ এ পৃথিবী থেকে প্রায় ১,৩৮৩ কোটি মাইল দূরে অবস্থান করছে। আর এটি কিন্তু বর্তমানে আমাদের সোলার সিস্টেমের একেবারে বাহিরে মহাকাশের গভীর অন্ধকার জগতে চলে যেতে সক্ষম হয়েছে।

তবে মনে করা হয়, এর অবশিষ্ট্য এনার্জি দিয়ে আগামী ৭ বছর পর্যন্ত পৃথিবীতে থাকা নাসা স্পেস এজেন্সির গ্রাউণ্ড স্টেশনের সাথে যোগাযোগ রাখতে পারবে এবং তারপর ‘ভয়েজার-১’ এর সাথে আমাদের সকল প্রকাশ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটি এখনো পর্যন্ত ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছে কমান্ড নেয়ার জন্য এবং তথ্য দেয়ার জন্য। নাসার তৈরি ‘ভয়েজার-১’ স্পেস প্রোব প্রতি সেকেণ্ডে ১৭ কিলোমিটার গতিতে মহাশুন্যে আসীম অন্ধকার এবং অজানা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। যদিও ‘ভয়েজার-১’ স্পেস প্রোব স্যাটালাইটির গতি প্রতি সেকেণ্ডে ১৭ কিলোমিটার। যা হয়ত আমাদের কাছে অনেক বেশি বলে মনে করা হলেও মহাকাশের অসীম বিশালত্বের তুলনায় এটা কিন্তু অতি নগন্য গতিই বলা চলে। প্রতি সেকেণ্ডে ১৭ কিলোমিটার গতিতে ‘ভয়েজার-১’ ছুটে গেলেও ৪.২৪ আলোকবর্ষ দূরে আমাদের পার্শ্ববর্তী সোলার সিস্টেম প্রক্সিমা সেঞ্চুরীতে পৌছাতে এটির ৭০ হাজার বছর লেগে যেতে পারে। ততদিনে মানব সভত্যা টিকে থাকবে কি না সন্দেহ রয়েছে।

নাসার ভয়েজার-১ স্পেস প্রোবটি ১৯৭৯ সালে আমাদের সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনি গ্রহ পর্যবেক্ষণের পর নাসা ১৯৮০ সালের ২০ নভেম্বর এর প্রাথমিক মিশন সমাপ্ত ঘোষণা করে। তবে ভয়েজার-১ স্পেস প্রোব ছিল মানুষ্য নির্মিত কোন প্রথম স্যাটালাইট, যা কিনা গ্রহরাজ বৃহস্পতি এবং রিং বলয় সমৃদ্ধ শনি গ্রহ এবং এদের বেশ কিছু উপগ্রহের গুরুত্বপূর্ণ তথ্য এবং অসংখ্য ছবি নাসার গ্রাউণ্ড স্পেস স্টেশনে পাঠাতে সক্ষম হয়।
সিরাজুর রহমান

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...