সাম্প্রতিক শিরোনাম

ফেসবুকের যাথে অস্ট্রেলিয়ার সরকারের বিবাদ চরমে

অস্ট্রেলিয়ার সরকারি তথ্য মতে দেশটি থেকে ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিবছর অন্তত ৪শ’ কোটি মার্কিন ডলার আয় করছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।


অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুকের প্রধান হিসেবে কাজ করেন উইল ইস্টন। তিনি এক ব্লগ পোস্টে বলেন, ‘এভাবে কোনো ব্যবসায় চলতে পারে না। খবরগুলো পুরোপুরি ফেসবুক থেকে সরিয়ে দেয়া অথবা পাবলিশার যতগুলো কন্টেন্ট শেয়ার করবে তার বিপরীতে মাত্রা নির্ধারিত নয় এমন এক প্রক্রিয়ায় ফেসবুকের কাছ থেকে টাকা আদায় করবে। এর যে কোনো একটি নিশ্চিত করতে চাই।’

তাই ফেসবুক ও গুগলসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবত যে আয় করে তার থেকে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। প্রতিষ্ঠানগুলোর আয় আসে খবর এবং বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে। তাই ফেসবুকও দেশটির সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি ফেসবুকে সংবাদ শেয়ার করে তবে তাকে ব্লক করার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফেসবুকের এ মন্তব্যের পর অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার বলেছেন, ‘বড় কোনো টেক কোম্পানির এভাবে হুমকি দেয়াকে শুধু দৃষ্টতা বলাই যথেষ্ঠ নয়, এটা এর চেয়ে বেশি কিছু।’

এপ্রিলে যখন অস্ট্রেলিয় সরকার ঘোষণা করে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো থেকৈ বিজ্ঞাপন বা বিভিন্ন উৎসের খবর থেকে অর্জিত অর্থের উপর রাজস্ব আদায়ের নীতিমালা প্রণয়ন করা হবে। তখন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সংবাদ মাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট ফেসবুক, গুগলেরর মতো প্রতিষ্ঠানগুলোর কাছে বছরে ৪০ কোটি মার্কিন ডলার দাবি করে।
ফেসবুক বলছে এটি বাস্তবায় করতে চাইলে অস্ট্রেলিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে আর খবর নিজেদের প্লাটফর্মে প্রকাশ করতে দেবে না। অস্ট্রেলিয়া সরকারের পদক্ষেপের ফলে এ ছাড়া আর কোনো পথ তাদের খোলা নেই বলেও জানায় ফেসবুক।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...