সাম্প্রতিক শিরোনাম

চ্যাম্পিয়নস লীগ মেসি ছাড়া জেতা যাবেনা : পিএসজি কোচ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সার বিদায়, খুলে দিয়েছে প্যান্ডোরার বক্স। বছর বছর মেসিকে নিয়ে চলা দলবদলের বাজার গরম করা সংবাদগুলো, ফিরে পেয়েছে নতুন প্রাণ। কাতালান বোর্ডের দাবি, তারা আমূলে বদলে দিতে চান বার্সাকে। এরমধ্যেই মেসিও বলছেন, ক্লাবটিতে থাকতে চান না তিনিও।
অথচ, নতুন কোচ রোনাল্ড কো’ম্যান স্পষ্ট জানালেন, লিও’ই হবেন বার্সেলোনার শক্তির প্রতীক।

তাকে ঘিরেই নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হবে কাতালান বাহিনী। যদিও, কোচের কথায় সায় মেলেনি ক্ষুদে জাদুকরের। গণমাধ্যম বলছে, ঘর থেকে মন উঠে গেছে সন্তানের। এই দড়ি টানাটানির সুযোগ নেবে প্রতিবেশীরা। এটাই তো স্বাভাবিক। মানব ধর্ম তো তাই বলে। এখানেও বিকল্প কিছু হয়নি। একের পর এক দলের সঙ্গে মেসিকে মিলিয়ে চলছে গুজব। ডালপালা ছড়িয়ে এখন যা পরিণত হয়েছে মহিরুহে।

লিওনেল মেসিকে দলে চান পিএসজি কোচ থমাস টাচেল। ফাইনাল হারের পর, দলবদলের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্যটা করেছেন এ জার্মান। ট্রান্সফার বাজারে অনেক খেলোয়াড় চলে যাওয়ায়, আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের কোন বিকল্প নেই পারসিয়ানদের সামনে। আর সেখানে যদি পাওয়া যায় লিও’কে, তাহলে তো সোনায় সোহাগা।

তবে আর্জেন্টাইন সুপারস্টারকে দলে চান না কে? প্রশ্নটা পিএসজি কোচ থমাস টাচেলের। ফ্রান্সে নেইমার-মেসি-এমবাপ্পে জুটি যারা দেখতে চান তাদের জন্য সুসংবাদ দিতে না পারলেও, স্বাগত জানাতে ভুলেননি জার্মান কোচ।

ম্যাচ হেরে পিএসজি বস বলেন, মেসিকে কে চাইবে না? ও যদি আসতে চায়, আমি স্বাগত জানাবো। ওর মতো খেলোয়াড় যে কোন দলের জন্য সম্পদ। আমার দলটা এমনিতেই ভেঙে যাচ্ছে। অনেকেই নতুন ক্লাবে চলে যাবে। আগামী মৌসুমের আগে আমাকে বড় এবং শক্তিশালী স্কোয়াড বানাতে হবে। মেসিকে পেলে তো দুর্দান্ত হবে।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...