বোরহান মেহেদী : নরসিংদীর শিবপুরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মুনসেফেরচর-কাঁঠালতলা তরুণ যুবসমাজের উদ্যোগে বৃহস্পতিবার ১১ মার্চ বিকেলে কাঁঠালতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শিবপুর সদর বনাম সৈয়দনগর দড়িপাড়া দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শিবপুর সদর দলকে ৩-২ পয়েন্টে পরাজিত করে জয় লাভ করে সৈয়দনগর দড়িপাড়া দল।
আরও পড়ুন
- ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি
- আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ
- গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া
- র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয়া হবেনা, লবিষ্টকে জেরার আপিল করতে পারবে বাংলাদেশ
- বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানদের উল্লাসের ভিডিও পোস্ট করল ফিফা
খেলা উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান। খেলার পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।
এসময় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।