সাম্প্রতিক শিরোনাম

প্যারাগুয়ে ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তনের আভাস

আর কয়েক ঘণ্টা পর কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হবে খেলা।

গত শনিবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে চলতি কোপা আমেরিকায় তারা প্রথম জয় পেয়েছিল। এর আগে চিলির সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ১৪ বারের শিরোপাজয়ীরা। এবার প্যারাগুয়ে ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম একাদশে ফিরতে যাচ্ছেন সোর্হিও আগুয়েরো। যিনি প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না।

চিলির বিপক্ষে শেষ দশ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। আর উরুগুয়ের বিপক্ষে পুরোটা সময় বাইরেই থাকতে হয়েছে। মূলত তরুণ স্ট্রাইকার নিকোলাস গনজালেসের চোটের কারণেই আগুয়েরো এই সুযোগটা পাচ্ছেন।

এ ছাড়া আরো পরিবর্তনের আভাস দিয়েছে সংবাদমাধ্যমটি। বাঁ পায়ের গোড়ালির চোটে আক্রান্ত মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। যে কারণে তিনি দলের সঙ্গে অনুশীলনও করেননি। তার জায়গায় সুযোগ পেতে পারেন লেয়ান্দ্র পারেদেস বা এজেকুয়েল পালাসিওস।

এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চার ডিফেন্ডারের মধ্যে তিনজনকেই বদলে দিয়েছিলেন স্কালোনি। এবার প্যারাগুয়ের বিপক্ষেও রক্ষণভাগে বেশ কিছু রদবদল আসতে পারে। আক্রমণভাগে ডি মারিয়া সরাসরি একাদশে আসতে পারেন।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি/জার্মান পেজ্জেল্লা, নিকোলাস তালিয়াফিকো/মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল পালাসিওস/লেয়ান্দ্র পারেদেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরো।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বার্তাসংস্থা বাসসকে জানান, "মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার...

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...
bn_BDবাংলা