সাম্প্রতিক শিরোনাম

করোনার সংক্রমণ এড়াতে স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্থগিত করা হয়েছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।
আজ বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সংস্থাটির সহ-সভাপতি বলেন, বাংলাদেশ গেমসের জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। তার প্রেক্ষাপটে জনসমাবেশ যতটা কম করা যায়, ততই ভালো। দ্বিতীয়ত, খেলোয়াড়দের মনে শঙ্কা কাজ করছে। এই অবস্থায় খেলোয়াড়রা শতভাগ দিতে পারে না। তাই আপাতত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত করা হয়েছে।
বিওএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গেমস স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ইতোমধ্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পূর্ব নির্ধারিত মুল অনুষ্ঠান পুনর্বিন্যাস করেছে সরকার। যেহেতু আমাদের জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে সরে এসেছে সরকার, সেহেতু আমরাও কিছু দিনের জন্য গেমসটি পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।ফেডারেশনগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নতুন করে গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে জনসমাবেশ পরিহার করার একটি নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল বৃহৎ পরিসরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা। সুতরাং ওই উদ্বোধনী অনুষ্টানে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হবে। বাংলাদেশ গেমস স্থগিতের কারণগুলোর মধ্যে এটি একটি। দ্বিতীয়ত আমাদের অ্যাথলেটদের মধ্যে বিরাজ করছে করোনা ভাইরাসের আতংক। এমন পরিস্থিতিতে গেমসে তারা সেরাটা দিতে পারবে না। এই বিষয়ে নির্দেশনার জন্য গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিওএ সভাপতি ও মহাসচিব। তিনিই নির্দেশ দিয়েছেন কিছুদিন পিছিয়ে দেয়ার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, আগামী বছর ১৭ মার্চ পর্যন্ত চলবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। তবে এই বছরের মধ্যেই আমরা এই গেমসটি আয়োজন করবো।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...