যুক্তরাজ্য সরকারের ভ্রমণ নির্দেশনা অনুযায়ী করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হবার পরেই এন্টিগা থেকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি চ্যাটার্ড ফ্লাইটে রওয়ানা দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবং সেই নির্দেশনার আলোকে তাদের ইংল্যান্ডে দুই সপ্তাহের সেলফ আইসোলেশনে থাকার কথা ছিল ইন্ডিজ এর খেলোয়াড়দের। কিন্তু স্টেডিয়ামের হোটেলে থাকার সেই সময়েও অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।
ক্রিকিনফো থেকে জানা যায়, বুধবার থেকে অনুশীলন শুরু করবে দল। ক্রিকেটাররা একটি তিন দিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবেন।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল করোনা ভাইরাসের এই অবস্থার মাঝেও মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সব ম্যাচই হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে যাচ্ছে জীবাণুমুক্ত পরিবেশে।