সাম্প্রতিক শিরোনাম

কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপের দশক সেরা একাদশে সাকিব

ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ ‘দশক সেরা’ ক্রিকেট একাদশ বেছে নিয়েছেন। তার দলে জায়গা পেয়েছেন ভারতের তিনজন। আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কেউ জায়গা পাননি তার দলে। নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানেরও কেউ।

দশক সেরা দলে জায়গা পাওয়া ভারতের তিনজন হচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এমএস ধোনি। অন্যদিকে আফগানিস্তান থেকে জায়গা পেয়েছেন অলরাউন্ডার রশিদ খান।

এছাড়া অস্ট্রেলিয়া থেকে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, মিশেল স্টার্ককে, নিউজিল্যান্ড থেকে বেছে নিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলরকে, দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স এবং ডেল স্টেইনকে, শ্রীলঙ্কা থেকে পছন্দ করেছেন লাসিথ মালিঙ্গাকে।

ওপেনার হিসেব ইয়ান বিশপ তার দশক সেরা দলে রেখেছেন মিডল অর্ডার থেকে বিধ্বংসী ওপেনার হয়ে ওঠা রোহিত শর্মাকে। তার সাথে রেখেছেন ডেভিড ওয়ার্নারকে। বিশপ তিনে রেখেছেন বিরাট কোহলিকে। চারে এবি ডিভিলিয়ার্স, পাঁচে রস টেইলরকে।

অলরাউন্ডার হিসেবে বিশপ তার দলে রেখেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ব্যাটে ৬ হাজার ৩২৩ রান, বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

এদিকে, বিশপের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশপ তার দলে তিন পেসার রেখেছেন। দলে একমাত্র বাঁহাতি পেসার হিসেবে জায়গা পেয়েছেন মিশেল স্টার্ক। দুইশ’র কাছে ওয়ানডে উইকেট পাওয়া ডেল স্টেইন এবং বিশপের দশক সেরা ওয়ানডে দলের তৃতীয় পেসার লাসিথ মালিঙ্গা।

এছাড়াও, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ইয়ান বিশপ লেগ স্পিনার হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খানকে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...