সাম্প্রতিক শিরোনাম

কোথাও যাবেন না মেসি

সবার মাঝে প্রশ্ন, মেসি কি তবে এতো বছরের বন্ধন ছিঁড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও? চুক্তি শেষে যাবেন নাকি আগেই? এমন প্রশ্ন দানা বেঁধেছে গোটা দুনিয়ায়। ক্লাব প্রেসিডেন্ট অনেকটাই আশ্বস্ত করেছেন, তাকে ঘিরেই ঢেলে সাজানো হবে দল।

তাতেই কি আটকানো যাবে লিওকে! সমর্থকরা অবশ্য এখনও আশাতেই বেঁধেছেন বুক।আর্জেন্টাইন এই তারকাকে দলে রাখতে, প্রয়োজনে পুরো ক্লাবের আমূল পরিবর্তন করা উচিৎ বলেও মন্তব্য করেন তারা। আর সেতিয়েনের বরখাস্তের খবরে সবাই সন্তুষ্ট হলেও, নতুন কোচ রোনাল্ড কোম্যানকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বার্সেলোনা ফ্যানদের।

অন্যদিকে মেসির কাতালোনিয়ায় থাকা অনিশ্চিত হলেও সেতিয়েনের বিদায়ের খবরটা পাকা। তার স্থলাভিষিক্ত হয়েছেন বার্সার সাবেক ফুটবলার ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার রোনাল্ড কোম্যান। সেতিয়েনের বরখাস্তের খবরে সবাই সন্তুষ্ট। তবে নতুন কোচকে নিয়েও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেননা সমর্থকরা।

একটা লজ্জার হার। সম্ভ্রমহানীর নব্বই মিনিটে জন্ম নিয়েছে শত অনিশ্চয়তা, সহস্র প্রশ্ন, অগণিত মন খারাপের গল্প। এক সমর্থক বলেন, আমি বিশ্বাস করি মেসি বার্সেলোনা ছাড়বে না। প্রয়োজনে দলের অর্ধেক স্টাফকে ছাঁটাই করলেও আমার আপত্তি নেই। তবে মেসি চলে গেলে দলটা সৌন্দর্য হারাবে।
অন্যজন বলেন, কোনো সন্দেহ নেই মেসি বার্সার সর্বকালের সেরা ফুটবলার। ক্লাবের জন্য তার অবদান প্রত্যাশার অনেক বেশি। তবে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে, সেটাও আমি সম্মান করি। আশা করি লিও এমনটা করবেন না।

ক্লাবটির একজন সমর্থক বলেন, কিকে সেতিয়েনকে বরখাস্ত করায় আমি খুবই খুশি হয়েছি। সে দলের জন্য কোনো অবদানই রাখতে পারেনি। তাকে দেখলেই বোঝা যায় দলটা কি কারণে এমন নিস্তেজ!

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...