ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী তামান্নার গ্রেপ্তার চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করা হয়েছে। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, কোহলিরা অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন।
জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তার বক্তব্য হলো, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহলি এবং তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দুজনকে গ্রেপ্তার করা উচিত।
যিনি অনলাইন জুয়ার জন্য টাকা ধার করে আর ফেরত দিতে পারেননি। যে কারণে ওই তরুণ আত্মহত্যা করেন। আগামী মঙ্গলবার এই মামলার ওপর শুনানি হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।