লাতিন আমেরিকা অঞ্চলের সেরা ফুটবল প্রতিযোগিতা ‘কোপা আমেরিকা’ মাঠে গড়িয়েছে বুধবার সকালে। আসরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক ব্রাজিল।
ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে একটি গোল করে পেলের আরো কাছে চলে গেলেন নেইমার।
ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত পেলে ব্রাজিলের হয়ে করেছিলেন ৭৭ গোল। আর আজ গোল করায় ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৭-তে।
যেভাবে ছুটছেন নেইমার, নিকট ভবিষ্যতেই হয়তো ছাড়িয়ে যাবেন পেলেকে।
আন্তর্জাতিক ফুটবলের গোলের রেকর্ডে অবশ্য পেলে-নেইমার অনেক পিছিয়ে। ১০৯ গোল করে এই রেকর্ড ধরে রেখেছেন ইরানের আলী দাই।
১০৪ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনার তারকা মেসি করেছেন ৭২ গোল।