দলবদল নাটকে টালমাটাল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসি বার্সেলোনরা ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এরই মধ্যে নতুন খবর ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাসে যাচ্ছেন মেসির বন্ধু লুইস সুয়ারেজ। কথাবার্তাও নাকি প্রায় পাকা।
একসময় রিয়াল মাদ্রিদে ছিলেন রোনালদো। বার্সেলোনার হয়ে কত ম্যাচেই না এই রোনালদোর সঙ্গে লড়াই হয়েছে লুইস সুয়ারেজের।
বন্ধু লিওনেল মেসিকে নিয়ে ‘শত্রু’ রোনালদোর মোকাবেলা করেছেন সবটুকু শক্তি নিংড়ে। মাঠের সেই ‘জাত শত্রু’ই এবার বন্ধু হয়ে যাচ্ছেন সুয়ারেজের।
লুইস সুয়ারেজ আর জুভেন্টাসের মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে এরই মধ্যে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। বার্সেলোনার সঙ্গে কথা বলে পরের ধাপটা শেষ করা হবে।
বার্সার সঙ্গে দর কষাকষির ব্যাপার আসছে, কারণ সুয়ারেজের সেখানে এখনো এক বছরের চুক্তি বাকি আছে। তবে নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পর এক মিনিটের ফোন কলেই ‘সাবেক’ বানিয়ে দিয়েছেন উরুগুইয়ান তারকাকে। জানিয়ে দিয়েছেন, তুমি আমার পরিকল্পনায় নেই।
এখন প্রশ্ন হলো, সুয়ারেজ কি ফ্রিতেই জুভেন্টাসে চলে যেতে পারবেন নাকি রিলিজ ক্লজ লাগবে? যেহেতু তিনি নিজে বার্সা ছাড়তে চাননি, ক্লাবই ছেড়ে যেতে বাধ্য করছে। তাই উল্টো ক্লাবের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন সুয়ারেজ।