কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আজ রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। ম্যাচের ২২তম মিনিটে গোল করেছে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন ডি মারিয়া।
ডি মারিয়ার গোলটি এসেছে ডি পলের পাস থেকে। ডি মারিয়ার গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে মেসিরা।
১৪ পর বড় কোনো আসরের ফাইনালে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে ২০০৭ সালে সবশেষ কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেবার অবশ্য ৩-০ গোলের ব্যবহারে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় নীল-সাদা জার্সিধারীদের। কোপার সবশেষ আসরের সেমি-ফাইনালেও ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় মেসিরা।