মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন দেশের কিংবদন্তি হকি সংগঠক ও সাবেক খেলোয়াড় শামসুল বারী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বারী ১৯৮৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ফেডারেশনটির যুগ্ম সম্পাদকও ছিলেন। পরবর্তীতেও ফেডারেশনের বিভিন্ন পদে তাকে দেখা গেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব পদও অলঙ্কৃত করেন তিনি।
১৯৪৬ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন বারী। তিনি ১৯৬৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন ক্লাবে হকি খেলেন। তিনি খেলতেন রক্ষণভাগে। পেনাল্টি-কর্নার বিশেষজ্ঞ হিসেবে তার নামডাক ছিল। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি জাজ ও আম্পায়ার হিসেবেও কাজ করেছিলেন।
এমন একজন সাদা মনের মানুষ এবং কিংবদন্তি সংগঠকের অসময়ে চলে যাওয়া বড় বেশী বেদনার।