করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দেশে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার সঙ্গে ছিলেন ডোমিঙ্গোর স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুক। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন করবে তামিম-মুশফিকরা। সে উদ্দেশ্যে প্রায় ১৪ দিন আগে দেশে ফিরলেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত পৌনে ১২ টায় দেশে ফিরেছেন টাইগার কোচ।দু’জনকেই থাকতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এরপর তারা যোগ দিবেন শ্রীলঙ্কান সফরের জন্য ক্যাম্পে।
অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে সোমবার সকালে দেশে আসবেন জাতীয় দলের পেস বোলিং কোচ অটিস গিবসনও। সকাল ৮.৫০টায় হযরত শাহজালাল বিমান বন্দরে আসার কথা রয়েছে তার।