পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুভ সূচনা
প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি দুদল। শুভ সূচনা টিম টাইগার্সের। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সবশেষ সংগ্রহ এক উইকেটে ৯৭ রান।
শুরু থেকে বেশ সাবধানী দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম শেখ। পওয়ার প্লেতে তুলেছেন মাত্র ৪৫ রান। ৪৬ বলে অর্ধশতরানের জুটি গড়েন তামিম ও নাঈম।
সফরকারীদের ফেভারিটের তকমা দিতে নারাজ মাহমুদুল্লাহ। তবে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে জয়ে ধারায় থেকে র্যাংকিংয়ে শীর্ষস্থান সুসংহত করতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুদলই তারুণ্য নির্ভর। স্পোর্টিং উইকেটের আভাস দিচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম। তবে দিনের আলো ম্যাচ বলে শিশিরের প্রভাব থাকবে না।
এ ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢেকে গেছে পুরো লাহোর। বাড়তি প্রায় দশ হাজার নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে শহরটিতে। দল পাচ্ছে ভিভিআইপিপ্রটোকল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
টি-টোয়েন্টি সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।