কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হার এবং পুরো মৌসুমজুড়ে সুয়ারেজের পারফরম্যান্সের অধারাবাহিকতায় ক্লাবে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্লাবকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এরইমধ্যে বদলি এসেছে কোচিং স্টাফেও। ক্লাব সভাপতি ‘হোসে বার্তোমিউ’ ঘোষণা দিয়েছেন, নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ছাড়া বাকি সবাইকে বিক্রি করে দেবে ক্লাব।
অন্যদিকে বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২০১৪ সালে কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর খেলেছেন ১৯১ টি ম্যাচ। গোল করেছেন ১৪৭টি। শুরুর কয়েক বছর বেশ ধারাবাহিকই ছিলেন এই স্ট্রাইকার।
তবে গেল মৌসুমে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েন সুয়ারেজ। আর ছাঁটাইয়ের এই তালিকায় সবার আগেই আছে ৩৩ বছর বয়সী সুয়ারেজের নাম।
অবশ্য এসবের মধ্যেই সুয়ারেজ ঘোষণা দিলেন, কোনভাবেই ক্লাব ছাড়তে রাজি নন তিনি। প্রয়োজনে বদলি নেমে খেলবেন তবু ছাড়বেন না বার্সা শিবির।
বার্সার প্রতি তার অগাধ ভালোবাসার কথা জানান উরুগুইয়ান এই স্ট্রাইকার। একটি স্প্যানিশ গণমাধ্যমকে এসব জানিয়েছেন সুয়ারেজ। মূলত সেতিয়েনের বদলি হিসেবে কোম্যানকে নিয়োগ দেয়ার পরই সুয়ারেজের মূল একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। তবে তাতে কোন সমস্যাই দেখেন না সুয়ারেজ।
তিনি বলেন, আমি সবসময়ই বেঞ্চে থাকতে প্রস্তুত ছিলাম। যদি আমাকে বদলি হিসেবে খেলানো হয় তাতেও আমার আপত্তি নেই। দলে সবসময়ই জায়গা নিয়ে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলবে সেটিই স্বাভাবিক এবং কোচ যদি মনে করে আমাকে বদলি হিসেবেই খেলাবে তাতেও আমার কোন আপত্তি নেই।
তিনি বলেন, আমি বার্সায় ততদিন থাকতে চাই যতদিন তারা আমাকে রাখতে চাইবে। আমি দলের জন্য অবদান রাখতে চাই।
এখানে আসার পর থেকে সমর্থকদের ভালোবাসা পেয়েছি। এসব আমাকে খুব উৎসাহিত করে। আমি সবসময়ই দলের জন্য সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আমি তুলনা করতে পছন্দ করিনা। সব পজিশনেরই আলাদা গুরুত্ব আছে।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment