২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেভিয়াতেই খেলেছেন রকিটিচ। ২০১৪’তে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে অধিনায়কও ছিলেন ক্লাবটির। ১৪৯ ম্যাচে ৩২ গোল আর ৪১ অ্যাসিস্টসহ ইউরোপা লিগ জয়ের পর ক্লাব ছাড়েন রকিটিচ।
হঠাতই সামনে আসলো রকিটিচের বার্সেলোনা ছাড়ার খবর। তিনি ফিরে যাচ্ছেন পুরনো ক্লাব সেভিয়াতে। যেখান থেকে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। আবারো ফিরে যাচ্ছেন সেখানেই। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে আগামী ৩ বছরের জন্য চুক্তি হয়েছে রকিটিচের। এখন আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে শুধু।
তখন রকিটিচের শূন্যতা পূরণ করতে এভার বানেগাকে দলে ভিড়িয়েছিল সেভিয়া। বানেগা মৌসুম শেষে সেভিয়া থেকে সৌদি আরবের ক্লাব আল শাবাবে যোগ দিয়েছেন। রকিটিচকে দিয়েই আবার সেই শূন্যতা পূরণ করতে চায় সেভিয়া।
কিন্তু বার্সেলোনায় ক্যারিয়ারের শেষটা খুব ভালো হয়নি তার। কিন্তু একেবারেই খারাপ কাটাননি সময়টা। বেশকিছু সফলতাও আছে তার। বার্সার সবশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ী মৌসুমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এই মিডফিল্ডার।