আফগান ক্রিকেটের সুপার স্টার রশিদ খান। বিশ্ব মঞ্চে আফগানিস্তান ক্রিকেটকে পরিচয় করিয়ে দিয়েছেন এই রশিদ খান। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, দেশের হয়ে একের পর এক রেকর্ডও গড়ছেন এই লেগ স্পিনার।
আফগানিস্তানকে আগে বিশ্বকাপ জেতাব, এরপর বিয়ে করব।’ যদিও কোনো বিশ্বকাপে এখনও নক-আউট পর্বে খেলতে পারেনি আফগানরা। ২০১৯ বিশ্বকাপে দারুণ খেললেও জিততে পারেনি কোনও ম্যাচ।
২১ বছর বয়সী রশিদ খান কবে বিয়ে করছেন এনিয়ে আফগান ক্রিকেটের ভক্তদেরও আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। সম্প্রতি দেশটির একটি রেডিও অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জানান, তার বিয়ের জন্য একটা কঠিন শর্ত ঝুলে আছে। কিন্তু সেই কঠিন শর্তটা কী? রশিদ জানালেন, দেশকে বিশ্বকাপ জিতিয়ে তবেই বসবেন বিয়ের পিঁড়িতে!
আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বর বোলার অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে পাচ্ছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডেতে আফগানরা এখনও নিজেদের প্রমাণ করতে না পারলেও টি-টোয়েন্টিতে যেকোনও দলকে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে মোহাম্মদ নাবী-রশিদরা।