সাম্প্রতিক শিরোনাম

মানুষ আমাদেরকে যে রকম খর্ব শক্তির দল মনে করে আমরা তা নই: ক্রেইগ ব্রাফেট

কোভিড-১৯ শংকায় দলের নিয়মিত একাদশের ১২ জন ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশ সফরে দল পাঠিয়েছে ক্যারিবীয়রা। যে তালিকায় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড যেমন রয়েছেন তেমনি আছেন তারকা খ্যাতি পাওয়া শাই হোপ, এভিন লুইস, সিমরন হেটমেয়ারসহ বেশ কিছু প্রথম সারির ক্রিকেটার।

চট্টগ্রাম টেস্ট জিতে এবার অধিনায়ক ক্রেইগ ব্রাফেট বলেছেন, এখন সবাই প্রমাণ পেয়েছে যে, মানুষ আমাদেরকে যে রকম খর্ব শক্তির দল মনে করে আমরা তা নই।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশি স্পিনারদের ছোবলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছিল পুর্ন শক্তির ওয়েস্ট ইন্ডিজ। আজ ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রাফেট বলেন, এই দলটিকে আমি খর্ব শক্তির বলতে চাই না।

দলটিকে নিয়ে আসার সময় আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। ২০১৮ সালে আমরা পরাজিত হয়েছিলাম। যে কারণে এবার ভাল করার প্রত্যয় ছিল আমাদের মধ্যে।

অবশ্য এই ম্যাচে সাকিব আল হাসানের সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ছয় ওভার বল করার পরেই উরুর ইনজুরিতে পড়েছেন দেশ সেরা এই অল রাউন্ডার। সেটিকে কাজে লাগিয়ে উপমহাদাশের ইতিহাসে ৩৯৫ রানকে তাড়া করে ম্যাচ জয়ের অনন্য এক কীর্তি গড়ে ক্যারিবীয়রা।

শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি হচ্ছে পঞ্চম সর্বোচ্চ রানকে তাড়া করে জয়ের ঘটনা। অভিষিক্ত কাইল মেয়ার্সের অপরাজিত ২১০ রানের দানবীয় ইনিংস এর পাশাপাশি আরেক অভিষিক্ত ক্যারিবীয় এনক্রুমা বোনার এর ৮৬ রানের পুঁজি ম্যাচ জয়কে ত্বরান্বিত করেছে।

ব্রাফেট বলেন, প্রথম দিন থেকেই আমি এই দলটির উপর আস্থা রেখেছিলাম। এটি শুধুমাত্র নিজেদের উপর আস্থা রেখে পরিকল্পনা বাস্তবায়ন করা। আর এর ফল আমরা লাভ করলাম পঞ্চম দিনে এসে।

বিকেলে শুরুতে তিনটি উইকেট হারিয়ে আমরা কিছুটা ছন্দ হারিয়েছিলাম। তবে পিচ দারুন সহায়তা করেছে। আমরা জানতাম ম্যাচটি হবে উন্মুক্ত। নিজেদের পরিকল্পনায় আস্থা ছিল। আর বোনার ও মেয়ার্স পরিকল্পনায় ছিল একেবারেই অবিচল। যেটি বেশ কার্যকর হয়েছে।

প্রথম ইনিংসে নিজের ৭৬ রানের সংগ্রহেও আমি খুশি ছিলাম। জার্মেইন ব্ল্যাকউড, মেয়ার্স ও জসুয়া ডি সিলভা ও ভাল খেলেছে। বোলাররাও এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি। শ্যানন গাব্রিয়েল, কেমার রোচ এবং স্পিনারদের সবাই ভালো করেছে। ওভার প্রতি তারা তিন রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রেখেছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...