অনলাইন ডেস্ক :
ইতালিয়ান কাপের ফাইনালে ন্যাপোলির সাথে জুভেন্টাস এর পরাজয়ে দলের তারকা ফুটবলারদের দায়ী করলেন জুভেন্টাস কোচ মাওরিসিও সাররি। এমনকি তিনি সকলের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন।
রোমে বুধবার ইতালিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম লেগ গোলশূন্য ড্র হয় এবং দ্বিতীয় লেগে আবারও ম্যাচ গোলশূন্য ড্র হয়। এতে ট্রাইবেকারে দলের প্রথম শর্ট নিয়ে ব্যর্থ হন দিবালা। এর আগে রোনালদো সেমিফাইনালে পেনাল্টিতে গোল মিস করেন। এতে খুবই মর্মাহত হন জুভেন্টাস কোচ।
করোনা পরিস্থিতি পরে প্রতিযোগিতা মূলক ম্যাচে খেলতে নামা তারকা খেলোয়াড়দের সম্পর্কে সরাসরি জুভেন্টাস কোচ বলেন, অন্য যারা আছে যেমন দিবালা ও ডগলাস কস্তার মতো ফিটনেসের অবস্থা রোনালদোর ও একই রকম। তার ( রোনালদোর) খেলায় কোনও ধারই ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই ম্যাচের পরে তিনি ক্ষুব্ধ ও হতাশ।