ম্যাচের ৩৩তম মিনিটে গ্রানাদাকে প্রথম লিডে এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কেনেদি। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুন রবার্তো সলদাদো।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়ে এক অবিশ্বাস্য জয় পেয়েছে বার্সালোনা। আর এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
ম্যাচের ৮৮ মিনিটে একটি গোল শোধ করে গ্রীজম্যান। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আলভা দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরায়।
৩-৩ গোলে সমতা থাকা ম্যাচের ১০৮ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ডি জং। ১১৩ মিনিটে জর্দি আলভা গোল করে বার্সার জয় নিশ্চিত করে।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১০০ মিনিটের সময় গ্রীজম্যানের গোলে এগিয়ে যায় বার্সালোনা। কিন্তু ৩ মিনিট পরই পেনাল্টি থেকে ফেডে ভিকো গোল করে গ্রানাদাকে সমতায় ফেরান।