সাম্প্রতিক শিরোনাম

৬০ বছরের প্রতিশোধের সামনে ম্যান ইউ

ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ নিয়ে শিরোনাম, ‘নাতি-নাতনিদের নিকট ছোট-গল্প করার মতো এক ম্যাচ হবে।’ ৬০ বছর প্রথমে দুই টিমের ম্যাচ নিয়ে সে সময়ের খুদে, তরুণ কিংবা মধ্যবয়সী সমর্থকরা যেমন ছোট গল্প করে এসেছেন তাদের নাতি-নাতনিদের কাছে। আজ মঙ্গলবার রাতেরবেলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেভিয়ার চ্যাম্পিয়নস লিগের সম্পন্ন ষোলোর ২য় লেগের ম্যাচটাও হবে নির্ভুল তেমন। আর ম্যান ইউ পাচ্ছে ৬০ বছর ধরে জমানো হিসেব মেলানোর সুযোগ।

ঠিক ৬০ বছর আগে। ১৯৫৮ সালে ওল্ট ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্মুখীন হয়ে গিয়ে ছিল সেভিয়া। সেবার কামরার মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১ম বারের মতো ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল লা লিগার দলটি। নিজেদের মাঠে সেই শোকের হারের শোধ নেওয়ার সুযোগ মরিনহোর টিমের সামনে।

সেভিয়ার অবশ্য সেই দিন আর নেই। সে সময়কার সেভিয়া ইউরোপিয়ান কাপের নক আউট পর্ব থেকে বেনফিকাকে বিদায় করে দিয়েছিল। তখনকার দু’বারের ইউরোপিয়ান মুকুট জেতা রিয়াল মাদ্রিদকেও হারিয়ে ছিল। কিন্তু এই সেভিয়া সেই আত্মবিশ্বাস নিয়ে ওল্ড ট্রাফোর্ডে আসতে পারছে না। কারণ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের নিকট ৫-২ ব্যবধানের হারটা এখনো দগদগে। যদিও সেভিয়া পরে মালাগা এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে পরপর দুই ম্যাচ বিজয় লাভ করে ঘুরে দাঁড়িয়েছে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। ইংরেজি লিগে ম্যান ইউ তাদের সর্বশেষ ম্যাচে পয়েন্ট টেবিলে শিখর চারে থাকা লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে। এছাড়া চেলসির বিরুদ্ধে ২-১ ও স্ফটিকের দানা প্যালেসের বিপক্ষে ৩-২ গোলের জয়টাও আত্মবিশ্বাসে কাঠ-খড় জোগাবে মরিনহোর দলের।

অপরদিকে চারবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো হতে বিদায় নেওয়া সেভিয়ার ভাবনা দলের অন্যতম সেরা খেলোয়াড় জেসুস নাভাসকে না পাওয়া। রাইট উইঙ্গের এই খেলোয়াড় থাকলে সেলিয়া খেলায় আলাদা একটা গতি পায়। তবে এসব কিছুর বাইরে সুবিশাল কথা হলো ইংলিশ লিগের সঙ্গে স্প্যানিশ লিগের দলগুলোর সাক্ষাৎ যুগেও একবার পাওয়া দুষ্কর। একারণে চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে ইউরোপের অগ্রভাগ দুই লিগের সাপোর্টারদের চোখ আটকে থাকবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...