সাম্প্রতিক শিরোনাম

মনুষ্যত্বের পরীক্ষায় পাশ করছেন কিনা-মোহাম্মদ হাসান

শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা ভাইরাস থমকে দিয়েছে বিশ্বকে। এক কঠিন ভীতিকর সময় পার করছি আমরা। চরম অনিশ্চয়তা ও শঙ্কায় দিনাতিপাত করছেন বিশ্বের কোটি কোটি মানুষ। কোভিড-১৯ মহামারি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লাখ লাখ রোগীর যে পাহাড় বানিয়ে ফেলেছে তা ঠিকভাবে সামাল দেওয়ার অবস্থা কোনো দেশেরই নেই। পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রতি সাতজনের মধ্যে একজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার দরকার হচ্ছে। আক্রান্ত প্রতি ২০ জনের মধ্যে একজনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের সহায়তা দেওয়া দরকার হয়ে পড়ছে। এ অবস্থায় গোটা স্বাস্থ্যসেবা ব্যবস্থা দিশেহারা হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোকে যখন পরিস্থিতি সামাল দিতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে, তখন দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থাওয়ালা দেশগুলোর সামনে আর কী আশা থাকতে পারে? মৃত্যুর হার কমানো এবং রোগীদের অসহায় অবস্থা কমিয়ে আনার জন্য আক্রান্ত লোকজনকে দ্রুত আলাদা বিশেষ সংরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া সবচেয়ে জরুরি।
মানুষকে সংরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া কিংবা তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের দেশের মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। তবে কোথাও কোথাও তাদের তৎপরতা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। যশোরের মণিরামপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহকারী কমিশনারের (ভূমি) নিগ্রহের শিকার হয়েছেন বয়স্ক চার দরিদ্র ব্যক্তি। কান ধরে ওঠবস করানোর মতো ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে। এ নিয়ে সাধারণ নাগরিকের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও ইতোমধ্যে অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)কে কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং উক্ত চার দরিদ্র ব্যক্তির কাছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, ওই কর্মকর্তা সিনিয়র সিটিজেনের সঙ্গে অমানবিক, বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। তিনি বলেছেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন আইন সংগতভাবে কাজ করেন সে জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। আসলে সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নাগরিকরা বলছেন,‘রাস্তায় ফেলে মারধর করা, কান ধরে ওঠবস করানো কাজগুলো গর্হিত, অমানবিক, অনৈতিক। কোনো ধরনের আইনি কাঠামোর সঙ্গে যায় না।
আমাদের বুঝতে হবে, সময়টা কঠিন। এ দু:সময়ে আমাদের সবাইকে মানবিক হতে হবে। সকলের জন্য শুভ কামনা থাকতে হবে। সবার সঙ্গে করতে হবে মানবিক আচরণ।
রাস্তায় কান ধরে ওঠবসের ঘটনায় যখন দেশ তোলপাড়, ঠিক তখন অন্য রকম মানবিক চেতনা নিয়ে আবির্ভূত হলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই সপ্তাহ ধরে জনমানবশূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বালুচরে খোলা আকাশের নিচে ঘুমাতো ৯ বছরের শিশু ইমন। ইমনের সঙ্গী ছিল একটি কুকুর। এক পুলিশ পরিদর্শকের মোবাইলে ধারণ করা ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কঙবাজার জেলা প্রশাসকের মনে দাগ কাটে এই ছবিটি। পরে শিশুটিকে খুঁজে এনে তাঁর বাংলাতো নিয়ে আসলেন তিনি। ইমন এখন তাঁর তত্ত্বাবধানে থাকবে।
দুটো ঘটনাকে আমরা আমাদের চোখের সামনে রাখতে চাই। একদিকে অমানবিক ও অনৈতিক আচরণ; অন্যদিকে সহমর্মিতার অনুকরণীয় দৃষ্টান্ত। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের ভেতরে শক্তি দিয়েছেন। সেই শক্তির জোরে মানুষ তার চলাচলের গতি বাড়াচ্ছে এবং কমাচ্ছে। অনেকে গতি এমনভাবে বাড়ায়, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে পরিগণিত হয়। আমরা সকল সক্ষম মানুষকে নিজের অবস্থান ও ক্ষমতার আলোকে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন মানুষের প্রতি সদয় হওয়ার আহবান জানাবো। দুর্বলকে সহায়তা দান, দুর্বলের পাশে থাকা প্রতিটি ক্ষমতাবান মানুষের কর্তব্য। আজ কত মানুষ অসহায়। কাজ নেই। বেকার হয়ে পড়েছে। অন্ন চাই তাদের। তাদের সহায়তায় এসেছে সরকার, এসেছে সেবামূলক অনেক সংস্থা। এটাই মানবিকতা। দুর্যোগ আসবে, পাশাপাশি তার মোকাবেলার জন্য তৈরি থাকবে মানবিক কিছু মানুষ। এদের সনিষ্ঠ আন্তরিকতা, সেবা ও শ্রমে সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম হবে। কেটে যাবে বিপদকাল।
আল্লাহ মহামারি কারো জন্য শাস্তি, কারো জন্য রহমত এবং কারো জন্য পরীক্ষা হিসেবে প্রেরণ করেন। যারা পাপিষ্ট তাদের জন্য এটি শাস্তি। যারা সবর করে এ রোগে মারা যাবে তাদের জন্য এটি রহমত। অন্যদের জন্য এটি পরীক্ষা। আপনারা যারা, ডাক্তার এবং বিপ্লবী মানুষ, রোগীর চিকিৎসা করছেন না, জ্বর ঠান্ডা শুনলেই তাকে এলাকা ছাড়া করছেন, লাশ দাফনে বাধা দিচ্ছেন, এই করোনা তাদের জন্য পরীক্ষাস্বরূপ। আপনার মনুষত্বের পরীক্ষা। দেখুন এ পরীক্ষায় পাশ করছেন কিনা।
বিশ্বব্যাপী যে করোনা মহামারী চলছে তা মানুষের মধ্যে নানামুখী আচরণ সৃষ্টি করছে। বিশেষত বাংলাদেশের মানুষ ব্যাখ্যার অযোগ্য কিছু আচরণ করছেন। অধিকাংশ মানুষ ঘরে থাকছেন, ফোনে আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছেন, প্রতিবেশীর ভাল মন্দ সম্পর্কে খোঁজ খবর রাখছে। অনেকে নিজের কষ্টে উপার্জিত অর্থ খরচ করে গরীব মানুষের খাবারের ব্যবস্থা করছেন। বিভিন্ন সংগঠন তাদের সাধ্য মতো চাঁদা তুলে তাদের সহায়তা করছেন।

এমনকি কোন কোন রাজনৈতিক উঠতি নেতা ট্রাক ভারে খাবার নিয়ে ট্রাকের চার দিকে বড় বড় ছবি দিয়ে গরীবকে বিতরণ করছেন। প্রমাণ হিসেবে ফেইসবুকে লাইভ দিচ্ছেন। দেখে আনন্দে চোখে পানি চলে আসে। আহারে, আমি তেমন কিছুই করতে পারছি না। নিজেকে ছোট মনে হয়। বড় কিছু করতে না পেরে সবার জন্য দু’আ করি।

কিন্তু যখন দেখি, অসুস্থ্যেএকজন মানুষ সারা রাত চেষ্টা করে একজন ডাক্তার পান না, তার স্ত্রী’র শত চেষ্টায়ও কেউ মুখ তুলে একবার বলেন না, কি হয়েছে তখন কান্নায় বুক ফেটে যায়। আমরা কি মানুষ? শুধু তাই নয়, বিনা চিকিৎসায় তিনি মারা যাওয়ার পর কিছু মানুষ তাকে দাফন করতে দিতেও নারাজ। এরা কি মানুষ?

যে চিকিৎসক সমাজ, মানব সেবাকে ব্রত করে ডাক্তার হয়েছেন। মানব সেবার নাম করে সরকারী চাকরির পাশাপাশি প্রাইভেট প্রাকটিসকে হালাল করে নিয়েছেন, যিনি মাঝ রাত পর্যন্ত রোগী দেখেন সারা বছর, আজ মানব জাতির সবচেয়ে বড় ক্রান্তিকালে তাদের প্রয়োজন হলো ছুটি কাটানো। অধিকাংশ প্রাইভেট প্রাকটিস তারা বন্ধ করে দিলেন। যেন করোনা ছাড়া আর কোন অসুখ এ সময় মানুষের হবে না। আপনার হার্ট এটাক হলেও এখন বিনা চিকিৎসায় মারা যেতে হবে। আর যদি আপনার ঠান্ডা জ্বর বা নিউমেনিয়া হয়, তাহলো তো আপনাকে এলাকা ছাড়া করবে। ডাক্তারকে আপনি ধরতে পারবেন না, সে আপনার জ্বর শুনেই পালাবে।
লেখকঃ মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...