আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোন ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে। মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা ,দাফন বা সৎকার করা যাবে।
মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোন পরিবহনের দরকার নেই। কিংবা মৃতদেহের গায়ে কোন প্রকার কেমিক্যাল ছিটানোর ও দরকার নেই। মৃতদেহ যিনি গোসল করবেন তিনি একটি মাস্ক , একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন।
মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবেনা আর যদি কোন কারণে স্পর্শ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোন সতর্কতা নেই। মৃতদেহ পুড়িয়ে না ফেলে মাটিতে দাফন করাই উত্তম।
তাই আতংকিত না হয়ে করোনায় ভাইরাসে যারা মারা যাচ্ছে তাদের সঠিক পদ্ধতিতে শেষকৃত্য করার আহবান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।