সাম্প্রতিক শিরোনাম

গ্রামীনফোনের বকেয়ার বিষয়ে বাংলাদেশের সাথে সরাসরি আলোচনা চায় নরওয়ে

গ্রামীণফোনের বকেয়া পাওনা সংক্রান্ত জটিলতা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে চায় নরওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে নরওয়ে। বাংলাদেশও এ বিষয়ে রাজনৈতিক আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত অক্টোবরেও সরকারি একটি বৈঠকে নরওয়ে বিষয়টি তুলেছিল। আমরা তাদের জানিয়েছিলাম বাংলাদেশে ব্যবসা করতে হলে সরকার নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। তবে নরওয়ে সরকারের বক্তব্য হচ্ছে, যে পরিমাণ অর্থই ধার্য করা হোক, সেটি যেন নায্যভাবে করা হয়। এ বিষয়ে আমরা কাগজপত্র তৈরি করেছি। সচিবদের বৈঠকে টেলিকম কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনজীবীরা থাকবেন।’

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে ১২ হাজার ৫৮০ কোটি টাকা বকেয়া পরিশোধে গ্রামীণফোনকে নোটিশ পাঠায় বিটিআরসি। কিন্তু গ্রামীণফোন কর্তৃপক্ষ কোনও উদ্যোগ না নেওয়ায় অপারেটরটির লাইসেন্স কেন বাতিল হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠায় বিটিআরসি। এরপর গত মাসে গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা জমা দেয়। তিনমাস পর আরও ১ হাজার কোটি টাকা জমা দেওয়া হবে বলেও জানায় তারা।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...