পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফল জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪ করার প্রস্তাব চূড়ান্ত করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যানরা প্রস্তাব চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে শিক্ষা মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করবে বলে জানা গেছে।
সরকার চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং ২০২১ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪-এ প্রকাশ করতে চায়। এই লক্ষ্যে গত বছরের মাঝামাঝি থেকে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল রেখে জিপিএ ৪-এর গ্রেডিং বিন্যাস চূড়ান্তকরণে সব বোর্ডের পক্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়।