সাম্প্রতিক শিরোনাম

ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতি

করোনা ভাইরাসের কারণে দেশে ১০ দিনের সাধারণ ছুটি চলছে। কাজেই আগামীকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে না। ছুটিকালীন সময়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, যদি ছুটি দীর্ঘায়িত হয়, তাহলে মন্ত্রিপরিষদের বৈঠক দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না। অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিপরিষদের বৈঠক করতে হবে। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠান করার চিন্তাভাবনা চলছে। এর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শান্তিরদূত দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে বিভিন্ন সময় সংযুক্ত হয়েছেন। কাজেই মন্ত্রিসভার বৈঠকও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান খুব কঠিন কোনো বিষয় নয়। এর প্রস্তুতি হিসেবে বিভিন্ন মন্ত্রীদের ভিডিও কনফারেন্স করার প্রযুক্তিগত এবং কারিগরি সুযোগ-সুবিধা কতটুকু ঠিক আছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ইতিমধ্যে কয়েকজন মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের কর্মকর্তাদের সাথে সুংযুক্ত হচ্ছেন। বিশেষ করে, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমেই তৃণমূল পর্যায়ের জনগণের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। সেই ধারায় যদি ভবিষ্যতে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যন্ত একত্রিত হয়ে বৈঠক করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সেরকম বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...