সাম্প্রতিক শিরোনাম

ম’হামারী করোনাভা’ইরাসের সঙ্গে বার বার নাম জুড়ে যাচ্ছে জীবাণু অ’স্ত্রের।

জী”বাণু অ”স্ত্র বানাতেই নাকি ভাই”রাসটি তৈরি করেছিল চীন। এমন প্রশ্ন ওঠার নে”পথ্যে রয়েছে ১৯৮১ সালে প্রকাশিত একটি রহ”স্য উপন্যাস। সেই উপন্যাসে ‘উহান-৪০০’ নামে একটি ভাই”রাসের প্রসঙ্গ রয়েছে। ‘আইজ অব ডার্কনেস’ নামের ওই থ্রি”লার উপন্যাসে লেখক ডিন কুনত্জ লিখেছেন, ‘বায়োলজিক্যাল উই”পন প্রোগ্রামের’ আওতায় চীনের সাম”রিক গবেষণাগারে এ ভাই”রাসটি তৈরি করা হয়।

অ”স্ত্র ছাড়াই প্রাণঘা’তী কোনো ভাই”রাসের মাধ্যমে শত্রু”পক্ষকে নি”শ্চিহ্ন করে দেওয়ার জন্যই মূল”ত এসব ভাই”রাস তৈরি করা হয়। জৈবিক বি”ষাক্ত পদার্থ কিংবা ব্যাক”টেরিয়া, ভাই”রাস এবং ছত্রাকে”র মতো স”ংক্রামক অণু”জীবের মাধ্যমে বায়োলজিক্যাল এসব অ”স্ত্র তৈরি করা হয় পাইকারি হারে মানুষ হত্যা কিংবা বিক”লাঙ্গ করা”র উ”দ্দেশ্যে।

টুইটারে এক ব্যক্তি প্রথম ওই উপন্যাসের একাংশ পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। উপন্যাসের ওই অংশটি দেখে স্তম্ভিত হয় ইন্টারনেট বিশ্ব। ড্যারেন অব প্লাইমাউথ নামের ওই টুইটার অ্যাকাউন্টে উপন্যাসের অংশবিশেষ পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা অ”দ্ভুত এক পৃথিবীতে বাস করছি’।


টুইটারে উপন্যাসের যে ছবিটি প্রকাশিত হয়েছে তার কিছু অংশ লা”ল কা”লিতে চিহ্নিত করা। তাতে বলা হচ্ছে, ‘তারা (সামরিক বাহিনী) এটিকে উহান-৪০০ বলে, কারণ উহান শহরের ঠিক অদূরে তাদের আরডিএনএ গবেষণাগারে এটি তৈরি করা হয়েছিল এবং গবেষণাগারটিতে এটি ছিল মানুষের তৈরি অণুজীবের ৪০০তম কার্যক্রম।’


এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট। তাতে বলা হচ্ছে, ‘উপন্যাস আই অব ডার্কনেসে ক্রিশ্চিয়া ইভানস নামের একজন শোকাহত মা তার সন্তান ড্যানির খোঁজ করছিলেন। ছেলে মারা গেছে নাকি বেঁচে আছে তা জানতেন না তিনি। অবশেষে তিনি একটি বিষয় জানতে পেরে হত”বাক হন।‘


মা হঠাৎ জানতে পারেন ছেলে দু’র্ঘটনাবশত মানুষের তৈরি বি”ষাক্ত অণুজীবে আ’ক্রান্ত হয়ে উহানের একটি সা”মরিক গবেষণাগারে আট”কা রয়েছেন। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি নামের ওই গবেষণাগার চীনের প্রথম সারির চারটি গবেষণাগারের একটি। সর্বোচ্চ স্তরের শ্রেণিবিন্যাসকৃত প্রাণঘা’তী ভা’ইরাস নিয়ে সেখানে গবেষণা করা হয়।


নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রো’গে এখন পর্যন্ত চীনে ১ হাজার ৭৭০ জন প্রাণ হারিয়ে”ছেন। এছাড়া করোনাভা’ইরাসে আক্রা’ন্ত হয়ে চীনের বাইরে হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে মোট পাঁচজন মারা গেছেন।

গোটা বিশ্বের জন্য করোনাভা’ইরাস এখন এক আতঙ্কের নাম। রোববার পর্যন্ত আক্রা’ন্ত হয়েছেন প্রায় ৭১ হাজার ৪৩৫ জন। এর মধ্যে শুধু চীনেই আ’ক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রো’গী।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...