দুর্গাপূজায় বাগড়া দিতে পারে বৃষ্টি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে।

পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শন করবে। সোমবার দশমীতে বিসর্জন হবে এবারের পূজা। তবে দুর্গাপূজায় বাগড়া দিতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সোমবার আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, তবে দ্রুতই সৃষ্টি হবে।

তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর।

পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।