যমুনার পানি দ্রতগতিতে বাড়ার ফলে ডুবছে বসতভিটাসহ রাস্তাঘাট-শিক্ষা প্রতিষ্ঠান।
আর দুর্ভোগে পড়ছে হাজার হাজার মানুষ। তিনদিন যাবত পানি বন্দী থাকলেও কোন সহায়তা পৌঁছেনি তাদের ঘরে।
কোনো কোনো পরিবার ওয়াপদা বাঁধে আর কোন পরিবার পানির মধ্যেই মানবেতর ভাবে বসবাস করছে। অন্যদিকে, পানি বাড়ায় যমুনা নদীর এনায়েতপুর ও চৌহালী পয়েন্টে ব্যাপক ভাঙ্গন শুরু হওয়ায় নির্ঘুম রাত কাটছে এসব এলাকার মানুষের।
জানা যায়, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে প্রায় দুসপ্তাহ যাবত যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
বর্তমানে যমুনার পানি কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৬০ ও সিরাজগঞ্জ পয়েন্টে ৩১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের প্রায় ৩০ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।