মধ্যরাতে ক্যাটাগরি ১ ক্ষমতা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্তমান কোলকাতা সহ পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে ক্যাটাগরি ২ ক্ষমতা নিয়ে প্রবল তান্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০-২০০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে চরম অতি ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের ফলে নীচু এলাকা প্লাবিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে ফলে চাষবাসের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে