বাংলাদেশের উত্তর-পূর্বে ভারতের মণিপুর রাজ্যে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাও।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে এটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর পূর্বে ভারত সীমান্তে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
এদিকে ভারতের মণিপুর রাজ্যে ভূকম্পন অনুভূত হওয়ার খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।