সাম্প্রতিক শিরোনাম

অবাধ যাতায়াত বন্ধ হলে করোনা এভাবে ছড়াত না: তোফায়েল

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ভোলা–১ (সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, অবাধ যাতায়াত বন্ধ হলে করোনাভাইরাসের সংক্রমণ এত ছড়াত না। আজ সোমবার বেলা একটায় ভার্চ্যুয়াল কনফারেন্সে ভোলায় করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশগুলো যদি পালন করতাম, যদি অবাধ স্থানান্তর, যাতায়াত বন্ধ হতো, তাহলে এভাবে করোনা ছড়াত না।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ, দিন দিন করোনা (কোভিড–১৯) রোগীর সংখ্যা বাড়ছে। ভোলায় প্রথম দিকে কম ছিল। এখন তা বেড়ে ৩০০ ছাড়িয়েছে। এই ল্যাবের মাধ্যমে পরীক্ষা করালে মানুষের চিকিৎসা পেতে সহজ হবে।’

সবাই যেন মাস্ক ব্যবহার করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের ওপর নজরদারি বাড়াতে হবে। জনসমাগম বর্জন, বাজার মনিটরিং করতে হবে। কেউ যেন খাদ্য নিয়ে রাজনীতি না করে, সেদিকে নজর রাখতে হবে।

আমরা রাজনৈতিক নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। রাজনীতিবিদেরা দেশের উন্নয়নসহ সব কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারাও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সারা দেশেই সাংসদেরা করোনা দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

ভোলা সদরে ৪০ হাজারের বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে। ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের তালিকা করে খাদ্যসহায়তা পৌঁছে দিতে হবে।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম, ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালী প্রমুখ।

এদিকে নতুন পিসিআর ল্যাব প্রসঙ্গে ভোলার সিভিল সার্জন জানান, ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় পিসিআর ল্যাব বসানো হয়েছে। এ কারণে দুজন ল্যাব কনসালট্যান্ট ভোলায় যোগ দিয়েছেন।

৪ জন চিকিৎসক ও ১২ জন টেকনোলজিস্ট দিয়ে প্রথম ধাপে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে। এতে আরও তিন–চার দিন সময় লাগবে। প্রকৌশলী কাজ শুরু করেছেন।

এ ল্যাবে দিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। ২৪ ঘণ্টার মধ্যে ফল জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...