সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদী তৃণমূলসংস্থার উদ্যোগে কালো রাতে শাহাদাত বরণকারীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন

“কালোকে আলো দিয়ে দূর করার প্রত্যয়” আজকে ঈশ্বরদী তৃণমূলসংস্থার উদ্যোগে ২৫ শে মার্চ/৭১কাল রাতে শাহাদাত বরণকারীদের স্মরণ মোমবাতি প্রজ্জলন।

“কালোকে আলো দিয়ে দূর করার প্রত্যয় নিয়ে ঈশ্বরদী রেল গেটে ট্রাফিক মোড়ে মোমবাতি প্রজ্জলন করে ২৫ শে মার্চ শহীদদের স্মরণ করেছে ঈশ্বরদী তৃণমূল সংস্থার মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাক্ষী ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিমের নেতৃত্বে আজ সন্ধ্যা সাতটায় এই কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরদী তৃণমূলসংস্থার উদ্যোগে কালো রাতে শাহাদাত বরণকারীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন


এসময় তৃণমূল সংস্থার এক ঝাঁক তরুণ উদীয়মান কর্মী সহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহাসচিব তার বক্তব্যের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ২৫ শে মার্চ কালরাতে পাক আর্মির পরিচালিত অপারেশন সার্চলাইটে শাহাদাত বরণকারীদের আত্মত্যাগের কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

পাকিস্তানি শাসকচক্র ভেবেছিল বাংলাদেশ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমে দেওয়া গেছে কিন্তু তা ভুল প্রমাণ করে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে মাত্র ৯ মাসে বাংলাদেশকে স্বাধীন করে স্বাধীন জাতি এবং দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর হাতকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


এসময় তৃণমূল সংস্থার কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শমিত জামান।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...