সাম্প্রতিক শিরোনাম

গ্রামের রাস্তা সংস্কারের আবেদন গোপগ্রামবাসীর

খোকসা গোপগ্রামের বরইচারা এলাকার কর্দমাযুক্ত রাস্তাটির সংস্কার চায় ৩০০০ মানুষ! কুষ্টিয়া জেলাধীন খোকসা উপজেলার মাসিলিয়া বাজারের অদূরে বরইচারা উত্তরপাড়ার একমাত্র রাস্তা হেরিং করা হয়েছিল ২৫ বছর আগে বলে জানা যায়। তারপরে বদল হয়েছে ক্ষমতার। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও উন্নয়েনর ছোঁয়া লাগেনি উত্তরপাড়ার এই সড়কটির।

মানুষের জন্য একটি রাস্তা আর্শীবাদ হলেও উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বরইচারা উত্তরপাড়ারবাসীর কাছে সেই রাস্তাটিই যেন অভিশাপে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বরইচারা উত্তরপাড়া আংশিক ৬ নম্বর ও ৮ নাম্বার ওয়ার্ডের সংযোগ সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এই রাস্তাটি দিয়েই প্রতিদিন চলাচল করে কয়েক হাজার মানুষ। হাট-বাজার, স্কুল- কলেজ, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করার প্রধান এ সড়কটিই অনেক বছর ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।

জানা গেছে, এই গ্রামে বাস করছেন প্রায় তিন হাজার মানুষ। ওই গ্রামের রাস্তাটি বছরের বেহালদশায় থাকলেও সংস্কারের কোনো নামগন্ধ নেই। এতে বিপাকে গ্রামটির তিন হাজার মানুষ।

গ্রামটিতে শিক্ষার হার বেশি হওয়া স্বত্ত্বেও অবহেলায় শুধু এ রাস্তাটিই। এই যন্ত্রণা নিয়ে আর কত বছর যাতায়াত করতে হবে তাও জানেন না তারা।

একটু বৃষ্টি হলেই রাস্তাটি আর রাস্তা মনে হয় না, রাস্তা হয়ে যায় তখন ধানক্ষেত! গ্রামবাসীরা জানান, এই রাস্তাটি হয়েছিল এরশাদ সরকারের আমলে। তারপর আর তার রাস্তার সংস্কার দেখেননি।

অনেকের দাবি, এই গ্রামে রাজনৈতিক কোন্দল চরমে থাকার কারণেই নাকি রাস্তাটির এই অবস্থা।

গ্রামবাসীদের দাবি, আমরা মাঝে মাঝে শুনি রাস্তাটি হবে হবে। কিন্তু কবে হবে- এ নিয়ে রয়েছে শংকা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, আমি শুনেছি রাস্তার টেন্ডার হয়ে গেছে। কিন্তু কী কারণে রাস্তাটি হচ্ছে তা আমি জানি না।

তবে গোপগ্রাম ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, টেন্ডার হয়েছে কী না আমি তা জানি না। তবে দুই বছর আগে আমি প্রকৌশলীদের সাথে করে মাপঝোক করে এসেছি। তারপর কি হয়েছে জানি না।

চেয়ারম্যানের কাছে গ্রামবাসীর দাবি আছে- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি প্রতিটি সভায় বলেছি। আর এটা এডিবির বরাদ্দ পেলে করা যাবে। ইউনিয়নের পক্ষে এটা করা সম্ভব নয়। এটা তো আর দুই এক টাকার কাজ নয়।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...