সাম্প্রতিক শিরোনাম

চিকিৎসার সরকারি সরঞ্জাম নিয়েও সাহেদের প্রতারণা

ধূর্ত মো. সাহেদ ওরফে সাহেদ করিম করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতির পাশাপাশি রাষ্ট্রের কোটি টাকার সম্পদও হাতিয়ে নিয়েছেন। করোনা চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপো (সিএমএসডি) থেকে দুটি আইসিইউ ভেন্টিলেটরসহ চার ধরনের প্রায় কোটি টাকার সাতটি যন্ত্রপাতি ভাগিয়ে নেন সাহেদ। সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি হাসপাতালে এসব সরঞ্জাম সরবরাহের নজির না থাকলেও করোনা চিকিৎসার নামে প্রভাবশালীদের তদবিরে এগুলো পায় রিজেন্ট হাসপাতাল। সাহেদের এই প্রতারণা ফাঁস হওয়ার পর গত সোমবার (১৩ জুলাই) সিএমএসডি কর্তৃপক্ষ সরঞ্জামগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তবে র‌্যাব ও ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন, সাহেদের হাসপাতালে এসব মূলবান সরঞ্জাম ছিল না। ব্যবহারের কথা বললেও সাহেদ সেগুলো হাসপাতাল থেকে সরিয়ে ফেলেছেন। গত ২৩ মে’র পর সাহেদের হাসপাতালের কোনো নমুনা পরীক্ষা করেনি জনস্বাস্থ্য বিভাগ (আইপিএইচ)। সুযোগ ও সহানুভূতি নিতে আইপিএইচের নকল প্যাডে সাহেদ নিজে, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজসহ ঘনিষ্ঠ কয়েকজনের ভুয়া পজিটিভ রিপোর্ট করিয়ে দেন।

এমডি মাসুদের ভায়রা গিয়াস উদ্দিন জালালের গাড়িতে অবৈধভাবে স্বাস্থ্য অধিদপ্তরের স্টিকার লাগিয়ে চলতেন। এসব গাড়িতে করে ইয়াবা, ফেনসিডিল ও জাল টাকার লেনদেনের কারবার করা হতো। গত বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থেকে জালাল ও গাড়িচালক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার ১২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল এবং সাহেদের স্বাক্ষর করা ৪৮টি চেক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান, সাহেদ হাসপাতালে অভিযানের পর জালালের এই গাড়িতেই কক্সবাজারের মহেশখালী যান। একটি চেকে ছয় লাখ ৫০ হাজার টাকা লেখা থাকলেও বাকি ৪৭টি চেকে টাকার অঙ্ক লেখা ছিল না।

সাহেদের প্রতারণায় ভুক্তভোগীরা হটলাইন নম্বরে যোগাযোগ করে যেকোনো অভিযোগ বা আইনি সহায়তার ব্যাপারে জানাতে পারেন। র‌্যাব ভুক্তভোগীদের সহযোগিতা করবে। হটলাইনে যোগাযোগ নম্বর-০১৭৭৭৭২০২১১ তদন্ত উইং, র‌্যাব হেডকোয়ার্টার। ই-মেইল : ত্ধনযয়.রহাবংঃ—মসধরষ.পড়স। তিনি আরো বলেন, ‘সাহেদ ও তার সহযোগীদের গাড়ি ব্যবহার করে মাদক বাণিজ্য করার তথ্য পাওয়া গেছে। আশুলিয়া থেকে সাদেহের এমডি মাসুদের ভায়রা জালাল ও তার গাড়িচালক মাহমুদুলকে গ্রেপ্তারের পর এমন তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে দুই হাজার ১২০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা সাহেদের ৪৮টি চেক থেকে কোটি টাকা তুলে পালানো বা কোনো কাজে লাগানোর চেষ্টা করেছিল। এদের সঙ্গেই সাহেদ মহেশখালীতে তার ঠিকাদারি কাজের স্থানে আত্মগোপন করে। আবার ফিরে আসে।’

অন্যদিকে গতকাল রিমান্ডের দ্বিতীয় দিনে সাহেদ ও তাঁর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের অপকর্মের তথ্য যাচাই করেছে ডিবি পুলিশ। তদন্তে আরো নতুন অভিযোগ উঠে আসছে। র‌্যাব ও ডিবির কাছে ভিড় করছে ভুক্তভোগীরা। তাদের আইনগত সহায়তা দিতে গতকাল হটলাইন চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাহেদকে ১০ দিনের রিমান্ডে পাওয়ার আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘র‌্যাবের অভিযানের আগেই সাহেদ হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসার সরঞ্জাম সরিয়ে ফেলে। এই তথ্যের সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে কালের কণ্ঠ সিএমএসডির একটি চিঠি সংগ্রহ করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান, ১৩ জুলাইয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ মে সিএমএসডির আগের প্রশাসন রিজেন্ট হাসপাতালকে দুটি আইসিইউ ভেন্টিলেটর, দুটি ডায়ালিসিস মেশিন, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ডিস্টিলেট এবং দুটি ডায়ালিসিস বেড বেন্ড সরবরাহ করে। সরকারি অর্থে কেনা সরকারি মালামাল একটি অবৈধ পতিষ্ঠানে ব্যাবসায়িক স্বার্থে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই জরুরি ভিত্তিতে ফেরত আনা প্রয়োজন।’ তদন্তকারী সূত্র জানায়, প্রভাব খাটিয়ে জালিয়াতি করে নেওয়া এই সরকারি যন্ত্রপাতি উদ্ধারে সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রমতে, সাহেদের সব অপকর্মের দোসর তারেক শিবলী ও এমডি মাসুদকে মুখোমুখি এবং আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিজেন্টের এমডির ভায়রাসহ দুজন রিমান্ডে : মাদকের মামলায় রিজেন্টের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালাল (৬১) ও তাঁর গাড়িচালক মাহমুদুল হাসানকে (৪০) এক দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে আশুলিয়া থানা পুলিশ এই দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দুজনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা