সাম্প্রতিক শিরোনাম

টিকা নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে করোনার টিকা নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে উজ্জলা বণিক (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে গিয়ে তার মৃত্যু হয়। তিনি দেওথান গ্রামের বিমল বণিকের স্ত্রী।

একই দিনে উপজেলার খয়রাপাড়া গ্রামে আবুল হাসেম (৬০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১২ জুলাই থেকে একযোগে সারা দেশের জেলা উপজেলার হাসপাতালগুলোতে সিনোফার্মার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে এ টিকা নেওয়ার জন্য উপজেলায় ১১০০ জন নারী-পুরুষ নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম দিন সোমবার ৫৫৬ জন টিকা গ্রহণ করেন এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে ৩৮৪ জন টিকা নিয়েছেন।

গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিবন্ধন ছাড়াও শত শত লোক হাসপাতালে টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা বিমল বণিক তার স্ত্রী উজ্জলা বণিককে নিয়ে টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ভিড়ের মধ্যে হঠাৎ করে স্ত্রী উজ্জলা বণিক মাটিতে লুটিয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুবীর সরকার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উজ্জলা বণিক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এতেই তার মৃত্যু হয়।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...